পাঁচিল চাপা পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
পাঁচিল চাপা পড়ে গেলেন মারা গেলেন এক নির্মাণ শ্রমিক। আহত হয়েছেন আরও দুজন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কাটোয়ার দেবকুণ্ড গ্রামে। নিহতের শ্রমিকের নাম হীরু শেখ(২৮)। নিহত ও আহত প্রত্যেকেরই বাড়ি স্থানীয় শ্রীখন্ড গ্রামে। আহতদের প্রথমে আশঙ্কাজনক অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখান থেকে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ওই তিন নির্মাণ কর্মী পাশের দেবকুন্ডু গ্রামে বাড়ি তৈরির জন্য ভিত খুঁড়ছিলেন। সেই সময় পাশের বাড়ির একটি পাঁচিল তাঁদের উপর ধসে পড়ে। ঘটনাস্থলেই পাঁচিল চাপা পড়ে মারা যান হীরু শেখ। আহত হন বিকাশ দাস ও জাকির শেখ।
|
ডুবে মৃত্যু শিশুর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পুকুরে ডুবে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। বুধবার রায়না হিজলনা গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আদিত্য রুইদাস(৬)। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র ছিল। এ দিন দুপুরে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই শিশু। সারা দিন ধরে তার খোঁজ চালানো হয়। সন্ধ্যার মুখে ওই পুকুরে তার লাশ ভেসে ওঠে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল সেচ দফতরের এক অস্থায়ী কর্মীর। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমানের বেচারহাটে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিরজু রাম (৩৪)। তিনি কানাই নাটশাল সেচ আবাসনে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাস্তা পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা গিয়েছেন বিরজুবাবু। গাড়িটির খোঁজ মেলেনি। |