সরকার থেকে দেওয়া খাবারের মান ভাল নয়, এই অভিযোগে বুধবার খাবার বয়কট করে বিক্ষোভ দেখালেন দুর্গাপুরে সবলা মেলায় আসা শিল্পীরা। তাঁদের অভিযোগ, বাইরে কম দামে ভাল খাবার পাওয়া যাচ্ছে। অথচ সরকারি ভাবে যে খাবার সরবরাহ করা হচ্ছে, তা মুখে তোলা যায় না। তবে এই অভিযোগ মানতে চাননি দুর্গাপুরের মহকুমাশাসক কস্তুরি সেনগুপ্ত। তাঁর দাবি, “আমি নিজে ওই খাবার খেয়ে দেখেছি। তবে বৃহস্পতিবার থেকে খাবারের বদলে শিল্পী, ব্যবসায়ীদের নগদ টাকা দেওয়ার কথা ভাবা হচ্ছে।”
সোমবার থেকে দুর্গাপুরের আরবান হাটে শুরু হয়েছে জেলা সবলা মেলা। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। জেলার বিভিন্ন জায়গা থেকে নানা স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্য ও শিল্পীরা মেলায় পসরা সাজিয়েছেন। সরকারি উদ্যোগেই তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিন থেকেই খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। |
দুর্গাপুরে সবলা মেলায় ক্ষুব্ধ শিল্পীরা।—নিজস্ব চিত্র। |
বুধবার খাবার না নিয়ে বিক্ষোভও দেখান। অনেকেই পাশের হোটেল গিয়ে খাবার খান। পূর্বস্থলী থেকে আসা বৈশাখী কুড়ি, সালানপুরের শ্বেতা সরকারদের অভিযোগ, “বাইরে কম পয়সায় ভাল খাবার মিলছে। অথচ এখানে যে খাবার দেওয়া হচ্ছে তা খাদ্যযোগ্য নয়।” সমস্যার সমাধান না হলে মেলায় স্টল না খোলারও হুমকি দেন তাঁরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকেরা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন। খাদ্য সরবরাহের দায়িত্বে থাকা এক কর্মী বলেন, “এক জনের সারা দিনের খাবার পিছু ১০০ টাকা বরাদ্দ। সেই টাকায় সাধ্যমতো ভাল খাবার দেওয়া চেষ্টা করা হচ্ছে।” তিনি জানান, বুধবার রাতের খাবার সরকারি ভাবেই দেওয়া হবে। তবে বৃহস্পতিবার থেকে শিল্পীদের নগদ ১০০ টাকা করে দেওয়ার কথা ভাবা হচ্ছে। |