রাসমেলায় নজর কাড়বে মদনমোহন মন্দিরের আলোয় গড়া ‘কমলা লেবুর গাছ’। দেবোত্তর ট্রাস্ট বোর্ড চেয়ারম্যান কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “এ বার মদনমোহন মন্দির ১২৫ বছরে পা দিয়েছে। তাই মন্দির চত্বর আলোয় সাজিয়ে তোলা হয়েছে। রাসমেলার কয়েক দিন ধরে ওই আলোর ব্যবস্থা থাকছে।” ১৬ নভেম্বর রাসমেলা শুরু হবে। ইতিমধ্যে তার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। রাসমেলার মাঠে পুলিশ-প্রশাসনের ক্যাম্প, স্টল তৈরি করার জন্য জায়গা নেওয়ার কাজ শুরু হয়েছে। পাকা রাস্তায় গেট তৈরি হচ্ছে। মদন মোহন মন্দিরে ঢোকার রাস্তায় একটি ওয়াচ টাওয়ার হয়েছে। সেখান থেকেই ভিড়ের দিকে নজর রাখবেন পুলিশ কর্মীরা। ক্লোজ সার্কিট ক্যামেরাও বসানো হবে। মন্দিরের সামনে এ বার অন্য বারের তুলনায় বেশি আলোর ব্যবস্থা করা হয়েছে। |
রাসমেলা উপলক্ষে কোচবিহারের মদনমোহন বাড়িতে পুতনার মূর্তি
বানানোর কাজ চলছে। মঙ্গলবার ছবিটি তুলেছেন হিমাংশুরঞ্জন দেব। |
মন্দিরে চত্বরে ঢোকার পর যে পথ ধরে মানুষ হেঁটে যাবেন সেখানে মাটির পুতুলের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় কাহিনী দেখানো হবে। ভিতরের ছোট্ট পুকুরে বাসুদেব শিশু কৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছেন সেই দৃশ্যও থাকবে। সর্বত্রই এলইডি আলোর কারসাজি। মদনমোহন মূল মন্দিরের সামনে দু’পাশে দু’টি বাগান রয়েছে। সেখানে নানা ফুলগাছ, ঝাউ গাছ রয়েছে। ওই বাগান দু’টিতেই আলোর সাহায্যে কমলা লেবুর গাছ তৈরি করা হয়েছে। দুটি গাছ মিলিয়ে ৪০টির উপরে কমলা লেবু রয়েছে। মন্দির-কর্মীরা জানান, এক সময় মন্দিরে স্থায়ী ভাবে আলোর পাম গাছ তৈরি করা হয়েছিল। তা নষ্ট হয়ে গিয়েছে। মন্দির চত্বরে তৈরি করা মঞ্চে মেলার ক’দিন চলবে যাত্রা। |