টুকরো খবর
১৫ই শিলিগুড়িতে শাশ্বত ভারত রথ
১৫ নভেম্বর শিলিগুড়িতে আসছে শাশ্বত ভারত রথ। কলকাতা যোগোদ্যান থেকে রথ রওনা হয়ে আপাতত কোচবিহার ও জলপাইগুড়ি সফরে ব্যস্ত। ১৬ তারিখ বাগডোগরায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠচক্র। সঙ্গে দেশাত্মবোধক গান ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বাগডোগরা স্টেশন মোড়ে রথকে স্বাগত জানানো হবে বলে পাঠচক্র সূত্রে জানানো হয়েছে। অন্য দিকে, রামকৃষ্ণ মিশনের অছি পরিষদের সদস্য দিব্যানন্দজি মহারাজ আগামী ১৯-২০ নভেম্বর উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ সফরে আসছেন। শিলিগুড়ি ও চালসার কয়েকটি কলেজে তিনি স্বামীজির আদর্শ নিয়ে আলোচনা করবেন।

দুটি অপমৃত্যু
দুটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে জলপাইগুড়িতে। প্রথম ঘটনাটি ঘটে সোমবার রাতে জলপাইগুড়ি শহরের উত্তর রায়কতপাড়ায়। এক ব্যক্তির দেহ কুয়োর মধ্যে ভাসতে দেখা যায়। দমকল কর্মীরা দেহ উদ্ধার করে। মৃতের নাম অভিজিৎ বসু (৩০)। অন্যদিকে, কেতোয়ালি থানার চেওড়াপাড়ায় এবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার নাম ইতি সরকার (১৯)। ৬ নভেম্বর তিনি পুড়ে যান। তাঁর পরিবারের লোক পুলিশকে জানিয়েছেন, নিজের সদ্যোজাত শিশুকে গরমের সেঁক দিতে গিয়ে তিনি অগ্নিদ্বগ্ধ হন।

বিদ্যুৎ কাটল পর্ষদ
বকেয়া টাকা না পেয়ে পথবাতির সংযোগ কাল বিদ্যুৎ বণ্টন কোম্পানি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ২ ব্লকের যশোডাঙ্গা বাজারে। এই ঘটনায় সন্ধ্যা থেকে এলাকায় অন্ধকার নেমে আসে। বিষয়টি নিয়ে বাসিন্দাদের মধ্যেও ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। শামুকতলার স্টেশন ম্যানেজার দিলীপ রায় জানান, পথবাতির বিল বাবদ ১১ হাজার ৮৭৩ টাকা বকেয়া রয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.