বিধানসভার ৭৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। থাকবেন লোকসভার স্পিকার মীরা কুমারও। তবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, লোকসভা ও বিধানসভার দুই প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় ও হাসিম আব্দুল হালিমকে আমন্ত্রণ জানানো হবে কি না, সংশয় রয়েই গিয়েছে।
আগামী ৪-৬ ডিসেম্বর বিধানসভার কক্ষেই প্ল্যাটিনাম জুবিলির সমাপ্তি অনুষ্ঠান হবে। সংসদের অধিবেশন শুরু হবে ৫ ডিসেম্বর। তাই আগের দিন কলকাতায় এসে মীরা সংসদীয় গণতন্ত্রের চ্যালেঞ্জ’ নিয়ে বক্তৃতা করবেন বলে মঙ্গলবার সিদ্ধান্ত হয়েছে। থাকার কথা রাজ্যপালেরও। অনুষ্ঠানের সমাপ্তির দিন বক্তৃতা করবেন রাষ্ট্রপতি। বিধানসভার প্রাক্তন নেতা এবং প্রাক্তন স্পিকারদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এ দিন প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটির বৈঠকে প্রস্তাব দিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বক্তা না হয়ে শুধু অতিথি হিসাবে তাঁদের ডাকলে যথাযথ মর্যাদা দেওয়া যাবে কি না, এই দোলাচলেই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বিধানসভা কর্তৃপক্ষ। গত বছর ৭৫ বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে হালিম এবং সোমনাথবাবু, দু’জনেই অবশ্য আমন্ত্রিত ছিলেন।
কমিটির বৈঠকের পরে এ দিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ চলচ্চিত্র, সাহিত্য বিভিন্ন ক্ষেত্রের অনেক বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব পেয়েছি। তবে অধিবেশন কক্ষে আসন সীমিত। তাই কত জনের বসার ব্যবস্থা করা যাচ্ছে, তা বুঝে আমন্ত্রিতের চূড়ান্ত তালিকা করা হবে। আমন্ত্রিতদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার দিকেই প্রাধান্য দিচ্ছি।” পরিষদীয় সূত্রের খবর, স্থান সংকুলানের সমস্যা মাথায় রেখেই বুদ্ধ-হালিম-সোমনাথকে আমন্ত্রণ জানানো বিড়ম্বনা হয়ে উঠবে কি না, তা নিয়ে ভাবতে হচ্ছে বিধানসভা কর্তৃপক্ষকে। অভ্যাগতদের এই অধিবেশনের শেষ দিনেই (৬ তারিখ) আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে বলে স্পিকার জানান।
তিন দিনের এই বিশেষ সমাপ্তি অনুষ্ঠানের পুরোটাই বিধানসভার কার্যবিবরণীতে নথিভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। ওই অধিবেশনে রাজ্যের বিধায়কদের পাশাপাশি রাজ্যের সব দলের সাংসদকে আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রিত থাকবেন ভিন্ রাজ্যের বিধানসভার স্পিকাররাও। এ রাজ্যের বিধানসভার কোনও অনুষ্ঠানে এই প্রথম রাষ্ট্রপতি আসবেন বলে স্পিকারের দাবি। বিধানসভা ভবনের রেপ্লিকা-বিশিষ্ট স্মারক বিধায়ক এবং আমন্ত্রিতদের উপহার দেওয়ার জন্য প্রস্তাব জমা পড়েছে স্পিকারের কাছে। |