বাম আন্দোলনে সাড়া নেই, আক্ষেপ মঞ্জুর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বামেদের আন্দোলনে মানুষ এখনও তেমন সাড়া দিচ্ছে না বলে মনে করে সিপিআই। দলের রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার মঙ্গলবার বলেন, “মূল্যবৃদ্ধি থেকে সন্ত্রাস— বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। আমরা আন্দোলনও করছি। কিন্তু মানুষের যতটা সাড়া পাওয়া উচিত ছিল, ততটা পাওয়া যাচ্ছে না।” বস্তুত, এর আগে সিপিএমের একাধিক নেতাও কবুল করেছেন, বামেদের আন্দোলনে মানুষ সে ভাবে সাড়া দিচ্ছে না। মানুষের সমস্যা নিয়ে আন্দোলনে কেন মানুষের সাড়া নেই, তা নিয়ে সিপিআই রীতিমত সমীক্ষা করেছে। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে রাজ্য পরিষদের বৈঠকেও। মঞ্জুবাবু বলেন, “এখনও মানুষ বামেদের উপরে ভরসা করতে পারছে না। বাম আন্দোলনে সাড়া দিয়ে মিছিল-মিটিং এ গেলে তাঁদের উপরে তৃণমূলের হামলা হতে পারে, অনেকে এই ভয় পাচ্ছেন।” এই পরিস্থিতি কাটবে বলে সিপিআই মনে করছে না। তবে, কী ভাবে পরিস্থিতির পরিবর্তন করা যায়, নেতাদের তা নিয়ে ভাবতে বলা হয়েছে। বামপন্থীদের আন্দোলনের পরিধি বাড়াতে রাজ্যস্তরে সিপিআই পাশে চাইছে এসইউসি এবং সিপিআই (এল এম) লিবারেশনকে। মঞ্জুবাবু বলেন, “দিল্লিতে সাম্প্রদায়িকতা বিরোধী কনভেনশনে ১৪টি দলকে ডাকা হলেও এই দুই বাম দলকে ডাকা হয়নি। আমরা চাই, ২৩ ডিসেম্বর কলকাতার কনভেনশনে এই দুই দলকে ডাকা হোক।” এ ব্যাপারে মঞ্জুবাবু কথা বলবেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসুর সঙ্গে। লোকসভা ভোটের আগে সিপিআই একগুচ্ছ কর্মসূচি নিচ্ছে। ১৭ জানুয়ারি শহিদ মিনার ময়দানে সমাবেশ হবে।
|
জনজীবনের একগুচ্ছ সমস্যা নিয়ে নতুন মহাকরণ ‘নবান্নে’ দাবিপত্র জমা দিতে গিয়ে রাজ্য সরকারের মনোভাবে ক্ষুব্ধ এসইউসি। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নারী নিগ্রহ ও মেট্রোর ভাড়াবৃদ্ধি এবং স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল তুলে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার হেদুয়া থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত ‘মহামিছিল’ ছিল এসইউসি-র। তার পরে তাদের প্রতিনিধিদল গিয়েছিল রাজভবনে। রাজ্য সরকারের কাছে দাবিপত্র দেওয়ার জন্য অন্য একটি প্রতিনিধিদলকে পুলিশ নিয়ে গিয়েছিল নবান্নে। মুখ্যমন্ত্রী ছিলেন কলকাতার বাইরে। কিন্তু নবান্নে কোনও মন্ত্রী বা নিদেনপক্ষে কোনও সচিব দাবিপত্র নিতে আসেননি বলে অভিযোগ এসইউসি-র। দলের রাজ্য সম্পাদক সৌমেন বসুর ক্ষোভ, “সরকারের আচরণ অশোভন, অগণতান্ত্রিক এবং অসৌজন্যমূলক!”
|
রাজ্যেও মহরমের ছুটি শুক্রবার |
মহরম উপলক্ষে ১৫ নভেম্বর, শুক্রবার ছুটি থাকবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে রাজ্য সরকার। অর্থ দফতর সূত্রের খবর, চলতি বছরে সরকারি তালিকায় মহরমের ছুটি ছিল ১৪ নভেম্বর। কিন্তু পরে তার বদল ঘটে। সরকারি সংবাদ সংস্থা পিআইবি-ও এ দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনআই অ্যাক্টে গোটা দেশেই মহরমের ছুটি থাকবে ১৫ নভেম্বর।
|
প্রবীণ ফরওয়ার্ড ব্লক নেত্রী মণিমালা ঘোষ (৮৬) মারা গেলেন মঙ্গলবার সন্ধ্যায়। উলুবেড়িয়া থেকে উঠে-আসা বাম নেত্রী ফব-র প্রাক্তন চেয়ারম্যান, প্রয়াত নানু ঘোষের স্ত্রী। |