দুর্ঘটনায় মৃত্যুর জেরে জনতা পুলিশ সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মুর্শিদাবাদের কান্দি-বহরমপুর রাজ্য সড়কে, বাস দুর্ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠল খাগড়াঘাট এলাকা। মঙ্গলবার সকালের ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন এক প্রৌঢ়। নিয়ন্ত্রণ হারানো সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম অন্তত ১৮ জন যাত্রী। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিও চালাতে হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ওই বাসটি দুর্গাপুর থেকে আসছিল। আচমকা বাসের সামনে এসে পড়া এক যুবককে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাসটি সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে যাত্রী প্রতীক্ষালয়ে। কলাবাগান মোড়ের ওই প্রতীক্ষালয়ে সে সময়ে ভিড় করে ছিলেন বহু যাত্রী। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ইমাদ আলি শেখ (৫৫)। আহতদের মধ্যে এক জন অজ্ঞাতপরিচয় যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। বহরমপুর থানার আইসি মোহায়মেনুল হক বলেন, “পথচারী এক যুবককে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি যাত্রী প্রতীক্ষালয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান প্রৌঢ়।”
|
১০০ দিনের কাজে ফলচাষ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
রাজ্যের সব জেলায় রাস্তার ধারে দু’বছরের মধ্যে ফলের গাছ লাগাবে উদ্যান পালন দফতর। গাছ লাগানোর জন্য শ্রম দিবস আসবে একশো দিনের প্রকল্প থেকে। মঙ্গলবার এই প্রকল্পের ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে রাজ্যের উদ্যান পালন দফতরের মন্ত্রী সুব্রত সাহার উপস্থিতিতে সাগরদিঘির বন্যেশ্বর, মোরগ্রাম ও বোখরা -১ গ্রাম পঞ্চায়েত এলাকার ৩০ কিলোমিটার সড়কের দু’ধারে গাছ লাগানো হল। দফতরের অধিকর্তা পীযূষকান্তি প্রামাণিক জানান, মুর্শিদাবাদে ইতিমধ্যেই ১০০ কিলোমিটার সড়ক পথ চিহ্নিত করা হয়েছে। এরপর দক্ষিণ ২৪ পরগনা জেলায় গাছ লাগানো শুরু হবে। এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীগুলি রাস্তার ধারে উদ্যান পালন দফতরের দেওয়া ফলের গাছ লাগাবে। বছর চারেক পরে ওই গাছ থেকে প্রাপ্ত ফলের অধিকারী হবেন গোষ্ঠীর সদস্যরা। মুর্শিদাবাদের জেলা শাসক ওয়াই রত্নাকর রাও বলেন, “প্রায় ৮০ হাজার গাছ লাগানো যাবে।” সুব্রতবাবু জানান, তেঁতুল, জাম, জামরুল, কাঁঠাল, আতা প্রভৃতি ফলের গাছ লাগানো হবে।
|
গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগে পুলিশ মহিলার স্বামী ইজাজুল মোল্লাকে গ্রেফতার করেছে। গত ৬ নভেম্বর রাতে বড়ঞার বেলডাঙা গ্রামের ইজাজুলের বিরুদ্ধে স্ত্রী সবনুর বিবিকে গুলি করে খুনের অভিযোগ করেন পরিবারের লোকজন। ইজাজুল বাড়িতে ডাকাত পড়ার গল্প ফাঁদে। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “খুনের কথা ইজাজুল স্বীকার করার পরেই পুলিশ তাকে গ্রেফতার করেছে।”
|
চার্জ গঠন পিছোল
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
খরজুনা কাণ্ডে অভিযুক্ত প্রকাশ দাসের বিরুদ্ধে চার্জ গঠন হল না। মঙ্গলবার কান্দি আদালতে ওই অভিযুক্তকে তোলা হয়। তার আইনজীবী চার্জ গঠনের দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানান। প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় ২১ নভেম্বর অভিযুক্তকে আদালতে তোলার নির্দেশ দেন।
|
|
ঝুঁকির যাত্রা। রঘুনাথগঞ্জ থেকে মুরারইয়ের রথে এভাবেই
চলে নিত্য যাতায়াত। অর্কপ্রভ চট্টোপাধ্যায়ের তোলা ছবি। |
|