গত ২৫ অক্টোবর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর বহরমপুর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল প্রয়াত শিল্পী মান্না দের স্মরণ সভা। সেই সঙ্গে অনুষ্ঠিত হয় বিজয়া ও প্রীতি সম্মিলনী অনুষ্ঠানও। বহরমপুরে সংস্থার নিজস্ব হলঘরে সদস্য পরিবারের সবাই এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অনেক ছাত্রছাত্রী ওই অনুষ্ঠানে যোগ দেন। আইএমএ-এর বহরমপুর শাখা সম্পাদক রঞ্জন ভট্টাচার্য বলেন, “প্রয়াত শিল্পীর গান গেয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।” চিকিৎসক পার্থ আইনের গাওয়া মান্না দের সেই বিখ্যাত গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই. . .’ শ্রোতাদের সবার মন স্মৃতিমেদুর করে তোলে। চিকিৎসক অরিন্দম চক্রবর্তী ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের পড়ুয়ারাও মান্না দের গান গেয়ে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান।
|
ধুবুলিয়া থেকে ছোটদের পত্রিকা ‘নীল আকাশ’-এর দশম বর্ষ উৎসব সংখ্যা প্রকাশিত হয়েছে। গত ২৪ অক্টোবর ধুবুলিয়ার সাধারণ পাঠাগার ভবনে এক অনুষ্ঠানে পত্রিকার উদ্বোধন করে শিশু সাহিত্যিক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। ছোটদের জন্য ছড়া, গল্প, কবিতা ছাড়াও রয়েছে ছোটদের আঁকা ও লেখা। সুভাষ মুখোপাধ্যায় ও রমেন্দ্রনারায়ণ বিশ্বাসের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত ওই সংখ্যায় পার্থজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটি ক্রোড়পত্র রয়েছে। ওই অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে ‘তিতলি’র সুনীতি মুখোপাধ্যায় সংখ্যা ও ‘রোদ্দুর’ পত্রিকার শারদীয়া ও
ঈদ সংখ্যা।
|
|
মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে দ্বিতীয়
মুর্শিদাবাদ হেরিটেজ
উৎসবে যোগ দেন পণ্ডিত যশরাজ। রবিবার
সন্ধ্যায় লালবাগের কাঠগোলা বাগানে তোলা নিজস্ব চিত্র। |
|
কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মের সার্ধশতবর্ষে ‘চেতনা’ সাহিত্য পত্রিকার দ্বিজেন্দ্রলাল সংখ্যা প্রকাশিত হয়েছে। গত ৩ নভেম্বর রবিবার কৃষ্ণনগরে রায়ের দ্বিজেন্দ্র স্মৃতি রক্ষা সমিতি সদনে চপল বিশ্বাস সম্পাদিত পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করে অলোকপ্রসাদ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে ছিলেন প্রবন্ধিক সুধীর চক্রবর্তী-সহ বহু বিশিষ্টজন। অনুষ্ঠানে দ্বিজেন্দ্রলালের গান, কবিতা ও নাট্যাংশ পাঠ করা হয়। |