টুকরো খবর |
রাসমঞ্চের জমি দখলের অভিযোগ মহিষাদলে
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
মহিষাদল রাজবাড়ির দেবোত্তর জমি দখল করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। রাজবাড়ির সদস্য শৌর্যপ্রসাদ গর্গ জানান, গড়কমলপুরে রাসমঞ্চ লাগোয়া চোদ্দো ডেসিমেল জমিতে থাকা প্রাচীন রাসমঞ্চ ভেঙে যাওয়ার পর ২০১২ সালে নতুন করে রাসমঞ্চ তৈরির কাজ শুরু হয়। কিন্তু আর্থিক সমস্যা থাকায় রাসমঞ্চ গড়ার স্বার্থে ওই জমি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে জেলা আদালতের নির্দেশও রয়েছে। অভিযোগ, স্থানীয় কয়েকজন ওই জমি বিক্রিতে বাধা দিচ্ছেন। গত ৬ নভেম্বর আদালতের নির্দেশে প্রশাসনের উপস্থিতিতে ওই জমির সীমানা চিহ্নিত করে দখলদারি আটকাতে নজরদার নিয়োগ করে রাজবাড়ি কর্তৃপক্ষ। ওই জমিতে হোগলাপাতার একটি ঘরও করা হয়। শৌর্যবাবু মহিষাদল থানায় অভিযোগ করেন, তৃণমূলের স্থানীয় এক নেতা বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সোমবার ওই ঘর ভেঙে দেন। তাঁর আরও অভিযোগ, শাসকদলের নেতা অভিযুক্ত হওয়ায় পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। তৃণমূলের মহিষাদল ব্লক সভাপতি সোমনাথ মাইতি ঘটনার কথা স্বীকার করে বলেন, “ওই ঘটনায় দলীয় কেউ যুক্ত থাকলে সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে দলের কোনও যোগ নেই। রাসমঞ্চ ও জমি ওই এলাকার ঐতিহ্য। ওই জমিতে নানা পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। স্থানীয় বাসিন্দারা চান না ওই জমি বিক্রি হোক।” তিনি আরও বলেন, “স্থানীয় মানুষ রাজবাড়ি কর্তৃপক্ষের কাছে এবিষয়ে আবেদনও জানিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ অনড় থাকায় স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে ওই ঘটনা ঘটিয়েছেন।”
|
কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
এক কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মহিষাদলে। মৃতের নাম সুরজিৎ পাত্র (২২)। বাড়ি পটাশপুর থানা এলাকার দুলালপুর গ্রামে। মঙ্গলবার মহিষাদলের বাসুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। মহিষাদল রাজ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সুরজিৎ বাসুলিয়া গ্রামের একটি বাড়িতে অন্য কয়েকজনের সঙ্গে ভাড়া থাকত। ওই ভাড়া বাড়িতে থাকা অন্য ছাত্ররা জানায়, এ দিন সকালে তারা সকলে বাইরে টিউশন পড়তে গেলেও সুরজিৎ যায়নি। রান্নার মাসিকে রান্নার কথা বলে সে দরজা বন্ধ করে ঘরের মধ্যেই ছিল। সুরজিতের বাড়ির লোকজন ফোনে তাঁকে দীর্ঘক্ষণ না পেয়ে তাঁর এক বন্ধুকে ফোন করে। ওই বন্ধু সুরজিতের ঘর ভিতর থেকে বন্ধ দেখে তাঁকে ডাকাডাকি করলেও কোনও সাড়া পায়নি। স্থানীয়রা দরজা ভেঙে সুরজিতের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক
তদন্তে পুলিসের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই সে আত্মঘাতী হয়েছে।
|
এগরায় ডেপুটেশন
নিজস্ব সংবাদদাতা • এগরা |
|
সারা ভারত কৃষকসভার বিক্ষোভ এগরায়। |
এগরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসের সামনে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে। মঙ্গলবার কুদির ব্লক অফিসের সামনে কৃষক সভার সমর্থক ও নেতারা একটি পথসভার আয়োজন করেন। সেখানে বক্তব্য রাখেন ভুবন খাটুয়া, অমিয় দাস, বঙ্কিম বেজ প্রমুখ নেতৃত্ব।
|
কাঁথিতে সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সারা রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধি, শাসকদলের সন্ত্রাস ও পঞ্চায়েতে দুর্নীতির মতো বিষয়গুলিকে সামনে রেখে কাঁথি-৩ ব্লকের দইসাইতে সোমবার গণতান্ত্রিক যুব ফেডারেশনের মারিশদা জোনাল কমিটির সম্মেলন হল। সম্মেলন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন ছিল। সভায় নেতৃত্বরা আগামী ২৭-২৮ নভেম্বর দিঘায় সংগঠনের রাজ্য সম্মেলন সফল করার আহ্বান জানান।
|
অস্ত্র উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মঙ্গলবার ঝাড়গ্রামের বড়পাল গ্রামের লাগোয়া জঙ্গল থেকে মাটিতে পোঁতা থাকা দু’টি দেশি একনলা বন্দুক, ১টি পাইপ গান ও ৯৮টি সকেট বোম উদ্ধার করেছে সিআরপি। সিআরপিএফের ১৮৪ ব্যাটালিয়নের কম্যান্ড্যান্ট পরেশনাথ বলেন, “প্রাথমিক ভাবে মনে হচ্ছে, মাওবাদীদের ঘনিষ্ঠজনেরাই ওইসব অস্ত্র-কার্তুজ মজুত করেছিল।” কোতোয়ালি থানার ধেড়ুয়ায় কংসাবতী নদীর ধারে মাটিতে পোঁতা থাকা একটি রিভলবার ও ৯২ রাউণ্ড কার্তুজও উদ্ধার করেন সিআরপি জওয়ানেরা। সিআরপি-র দাবি, নাশকতায় ব্যবহারের উদ্দেশ্যেই ওই অস্ত্র-বোম-কার্তুজ মাটিতে লুকিয়ে রাখা হয়েছিল।
|
সরকারি উদ্যোগে পেঁয়াজ বিক্রি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সরকারি উদ্যোগে পেঁয়াজ বিক্রি শুরু হল পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার জেলা পরিষদ ক্যাম্পাসে এক কাউন্টার থেকে ৩৬ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়। যেখানে খোলাবাজারে দাম ৭০- ৮০ টাকা প্রতি কেজি। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতেই সরকারের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। কাউন্টারটি খুলেছিল জেলা উদ্যানপালন দফতর। এ দিন সব মিলিয়ে ৪ কুইন্ট্যাল পেঁয়াজ বিক্রি হয়। আজ, বুধবার ঝাড়গ্রাম মহকুমাশাসকের দফতর ক্যাম্পাসে এমন কাউন্টার খোলা হবে। এই কাউন্টার থেকেও ৩৬ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হবে। জেলার কৃষি কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, “রাজ্য সরকার দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মঙ্গলবার মেদিনীপুরে পেঁয়াজের কাউন্টার খোলা হয়েছিল। বুধবার ঝাড়গ্রামে কাউন্টার খোলা হবে।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল ঝাড়গ্রাম শহরের প্রাক্তন ডিওয়াইএফআই নেতার। মৃতের নাম উজ্জ্বল দাস (৪৬)। বাড়ি ঝাড়গ্রাম শহরের বাছুরডোবায়। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুরে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এ দিন মেদিনীপুরে এসেছিলেন উজ্জ্বলবাবু। মোটর বাইকে বাড়ি ফেরার পথে মেদিনীপুরগামী একটি বাসের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। |
|