|
|
|
|
টেলিফোনের তার চুরি, তমলুকে বিপর্যস্ত পরিষেবা |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের জন্য যন্ত্র দিয়ে মাটি খুঁড়তে গিয়ে তমলুক শহরের মানিকতলার কাছে টেলিফোনের কেবল লাইন কেটে গিয়েছিল গত শনিবার। বিপত্তির জের কাটিয়ে উঠতে যুদ্ধকালীন গতিতে কাজ করছিলেন বিএসএনএলের কর্মীরা। কিন্তু সোমবার রাতে ওই এলাকা থেকে দুষ্কৃতীরা ৪টি টেলিফোন লাইনের প্রায় ৪০ মিটার দীর্ঘ তার কেটে চুরি করে নিয়ে যাওয়ায় ফের বিপর্যস্ত হয়ে পড়েছে তমলুক শহরের বিস্তীর্ণ এলাকার বিএসএনএল পরিষেবা। বন্ধ খোদ তমলুক থানা-সহ মানিকতলা এলাকায় থাকা জেলা সদরের বিভিন্ন সরকারি দফতরের অফিসের টেলিফোন। পরিস্থিতি সামাল দিতে বিএসএনএল-এর তরফে মেরামতির কাজ করা হলেও বুধবারের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা নেই। বিএসএনএল-এর তমলুকের মহকুমা আধিকারিক কল্যাণকুমার মণ্ডল এই ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘‘প্রায় এক হাজারের বেশি টেলিফোন বিকল হয়ে গিয়েছে। মেরামতির কাজ চালানো হচ্ছে দ্রুত গতিতে। কেবল চুরির বিষয়ে তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।” তমলুক থানার পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। |
|
মানিকতলায় ফোনের তার জোড়ার কাজ চলছে। ছবি: পার্থপ্রতিম দাস। |
তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কে রেলগেটের কাছে যে এলাকায় টেলিফোনের কেবল লাইন কেটেছে, তার একশো মিটার দূরত্বেই রয়েছে টেলিফোনের মহকুমা দফতরের অফিস ভবন। মঙ্গলবার সকালে মানিকতলা রেলগেটের কাছে গিয়ে দেখা যায় তমলুক-পাঁশকুড়া সড়কের দক্ষিণ দিকে রাস্তা সম্প্রসারণের জন্য খোঁড়া মাটির তলায় তার জোড়ার কাজ করছেন জনা দশেক কর্মী। ওই কর্মীরা জানান শনিবার দুপুরে রাস্তার ধারের মাটি যন্ত্র দিয়ে খোঁড়ার সময় তলায় থাকা টেলিফোনের দুটি কেবল কেটে যায়। এর ফলে প্রায় ৮০০টি টেলিফোন লাইন বিকল হয়ে গিয়েছিল। সোমবারও রাত ৮টা অবধি কাজ করে প্রায় ৪০০ টেলিফোন লাইন সচল করা হয়। কিন্তু এদিন রাতে দুষ্কৃতীরা কেবল চুরি করায় শহরের এক হাজারের বেশি টেলিফোন বিকল হয়ে গিয়েছে। ব্যাহত হয়েছে ব্রডব্যান্ড পরিষেবা।
তমলুক শহরের মানিকতলা এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের আধিকারিক মঙ্গলবার জানান, “শনিবার থেকেই ব্যাঙ্কের ফোন বিকল হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। কাজে খুবই অসুবিধা হচ্ছে।” বিএসএনএলের মহকুমা আধিকারিক কল্যাণকুমার মণ্ডল বলেন, “দ্রুত মেরামতির কাজ চলছে। বুধবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।” |
|
|
|
|
|