শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করার কথা শুরু থেকেই বলে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রাজনীতির ছায়া পড়তে দেখা যাচ্ছে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে।
কলেজের তৃণমূল পরিচালিত পরিচালন কমিটির সরকারি প্রতিনিধি পদে বসবেন দলের কোন নেতা, তা নিয়ে বিতর্কের জেরে ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখাল দলের ছাত্র সংগঠন। মঙ্গলবার ঘটনাটি তারকেশ্বরের চাঁপাডাঙা কলেজের। ছাত্রসংসদের তরফে সারা দিন একটি ক্লাস করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। গোটা ঘটনায় তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখছেন দলেরই একাংশ।
কলেজের তৃণমূল ছাত্র সংসদের সম্পাদক মহারাজ নাগের বক্তব্য, “বিক্ষোভের মূল কারণ আমাদের কলেজের পরিচালন কমিটির সভাপতি পদে পুড়শুড়া বিধায়ক পারভেজ রহমানকে সরিয়ে তারকেশ্বর বিধায়ক রচপাল সিংহকে ওই পদে বসানো হচ্ছে। এই সিদ্ধান্ত একক ভাবে নিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা বন্দোপাধ্যায়।” পাশাপাশি কলেজ লাইব্রেরি থেকে বই মিলছে না, পরিচয়পত্র মিলছে না বলেও অভিযোগ করেছেন তিনি। যার জেরে বাস ভাড়ার ক্ষেত্রে ছাত্রেরা সুযোগও পাচ্ছে না বলে ওই ছাত্রনেতার দাবি। এ সব কারণেই ক্লাস বয়কট করে বিক্ষোভ হয়েছে বলে জানান মহারাজ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা বন্দোপাধ্যায় এ দিন কলেজে ছিলেন না। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, “গত ২৮ অক্টোবর সরকারি নির্দেশ মোতাবেক সরকারি প্রতিনিধি পরিবর্তন হয়েছে। চাঁপাডাঙ্গা কলেজে নমিনি ছিলেন পারভেজ রহমান। তাঁর পরিবর্তে রচপাল সিংহের নাম পাঠানো হয়েছে। এই ঘটনায় আমার কিছু করণীয় নেই।” এ কথা ছাত্র সংসদকে আগে জানানো সত্ত্বেও কেন ক্লাস বয়কট বা বিক্ষোভ হচ্ছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি সুজাতাদেবী জানান, পরিচালন কমিটির বিশেষ বৈঠক ডেকে সরকারি প্রতিনিধি পরিবর্তনের বিষয়টি জানানো হবে।
এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের হুগলি জেলা সভাপতি শুভজিৎ সাউ বলেন, “খোঁজ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ছাত্রদের বিক্ষোভ বন্ধ রাখতে বলা হয়েছে।” গোটা ঘটনায় অবশ্য গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে মানতে চাননি কেউ। পারভেজের বক্তব্য, “ছাত্রেরা বিক্ষোভ করছেন বলে আমার কাছে কোনও খবর নেই। আমি সরকারি প্রতিনিধি হিসাবে পরিচালন কমিটির সভাপতি। পরিবর্তনের বিষয়ে আমার কাছে কোনও নির্দেশ আসেনি।” যদিও তিনি আরও বলেন, “সরকার যদি এ রকম সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে তা মেনে নিতেই হবে।”
অন্য দিকে, রচপাল সিংহের কথায়, “আমাকে সরকারি প্রতিনিধি করা হয়েছে বলে জানি।” যদিও ছাত্রদের বিক্ষোভের খবর তাঁর জানা নেই বলে দাবি তাঁর। |