পৃথক চারটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। সোম এবং মঙ্গলবার শহরের বিভিন্ন প্রান্তে এই দুর্ঘটনাগুলি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ জোড়াবাগান থানা এলাকার বি কে পাল অ্যাভিনিউয়ে একটি লরি এক ভ্যানচালককে ধাক্কা মারে। বছর চল্লিশের অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। লরিটি আটক হয়েছে। এ দিনই দুপুর দেড়টা নাগাদ গিরিশ পার্ক মোড়ের কাছে এক পথচারীকে একটি ট্যাঙ্কার ধাক্কা মারে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গাড়িটি আটক হলেও চালক পলাতক।
অন্য দিকে, সোমবার রাত আটটা নাগাদ মুচিপাড়া থানা এলাকায় সুরেন্দ্রনাথ কলেজের কাছাকাছি সৌম্য চট্টোপাধ্যায় নামে এক যুবক মিনিবাস থেকে পড়ে মাথায় চোট পান। এনআরএসে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। সৌম্য আমহার্স্ট স্ট্রিটের সিটি কলেজের ছাত্র ছিলেন। সোমবারই রাত পৌনে দশটা নাগাদ প্রিন্সেপ ঘাট এলাকায় অজ্ঞাতপরিচয় এক ভবঘুরেকে একটি গাড়ি ধাক্কা মেরে পালায়। এসএসকেএমে ওই প্রৌঢ়কে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গাড়িটির চালক পলাতক।
|
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে, ভবানীপুরের লি রোডে। মৃতের নাম বিকাশ যাদব। বাড়ি বিহারে। পুলিশ জানায়, লি রোডের এক আবাসনে এক পরিবারের পরিচারকের কাজ করত সে। থাকত ওই বাড়ির পাঁচতলায় পরিচারকদের কোয়ার্টার্সে। পুলিশ জানিয়েছে, সোমবার রাত আটটা নাগাদ কাজ সেরে ঘরে যায় বিকাশ। রাত দশটা নাগাদ আবাসন ও সংলগ্ন এলাকার বাসিন্দারা একটা আওয়াজ শোনেন। বেরিয়ে দেখেন, বিকাশ রাস্তায় পড়ে রয়েছে। এসএসকেএমে তাকে মৃত ঘোষণা করা হয়।
|
কাল ক্যামেরনের সঙ্গে দেখা করবেন মমতা |
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে কাল, বৃহস্পতিবার দেখা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার রাত পর্যন্ত ঠিক আছে, মুখ্যমন্ত্রী ১৪ নভেম্বর সন্ধ্যায় কলকাতার ব্রিটিশ ডেপুটি হাইকমিশন অফিসে ক্যামেরনের সঙ্গে দেখা করবেন। তাঁর সঙ্গী হতে পারেন অর্থমন্ত্রী অমিত মিত্র এবং মুখ্যসচিব সঞ্জয় মিত্র। নবান্ন সূত্রের খবর, বিদেশ মন্ত্রক থেকে মঙ্গলবার সন্ধ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের রাজনৈতিক ছাড়পত্র এসেছে। ক্যামেরন শ্রীলঙ্কা যাওয়ার পথে কাল কয়েক ঘণ্টার জন্য কলকাতায় আসছেন। ওই দিন দুপুরে কলকাতায় নেমে তিনি সরাসরি চলে যাবেন আইআইএম জোকায়। সেখান থাকে তাঁর যাওয়ার কথা আকাশবাণী ভবনে। সন্ধ্যায় হাইকমিশনে বৈঠক হবে মমতার সঙ্গে। রাতেই তিনি শহর ছাড়বেন। দিন দুয়েক আগে ব্রিটিশ হাইকমিশনের তরফে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে বলা হয়, ক্যামেরন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আগ্রহী। কোথায় সাক্ষাৎ হবে, তা নিয়ে তৎপরতা শুরু হয়ে যায় রাজ্যের। প্রোটোকলের গেরোয় কোনও দেশের প্রধানমন্ত্রীর পক্ষে রাজ্য সরকারের সদর দফতর নবান্নে গিয়ে মমতার সঙ্গে দেখা করা সম্ভব ছিল না। তখন মুখ্যমন্ত্রীই ডেপুটি হাইকমিশনে গিয়ে ক্যামেরনের সঙ্গে দেখা করার ব্যাপারে সম্মতি দেন। ক্যামেরন হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেন কেন, তা নিয়ে রাজ্য প্রশাসনেও যথেষ্ট কৌতূহল রয়েছে। ব্রিটিশ সংস্থাগুলি যাতে এ রাজ্যে বিনিয়োগ করে এবং অনুদান দেয়, সেই ব্যাপারে রাজ্যের তরফে ক্যামেরনের সাহায্য চাওয়া হবে বলে সরকারি সূত্রের খবর।
|
অম্বিকেশদের আর্জির শুনানি |
মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ব্যঙ্গচিত্র কাণ্ডের মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন দুই অভিযুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র এবং অবসরপ্রাপ্ত সরকারি অফিসার সুব্রত সেনগুপ্ত। মঙ্গলবার ওই আবেদন নিয়ে শুনানি হয়। তাঁদের অব্যাহতি দেওয়া হবে কি না, সেই বিষয়ে ২০ ডিসেম্বর সিদ্ধান্ত ঘোষণা করবেন আলিপুরের পঞ্চম বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম শাহনওয়াজ। অম্বিকেশবাবুদের আইনজীবী সঞ্জীব গঙ্গোপাধ্যায় বলেন, “ব্যঙ্গচিত্রের কোনও মেল-ই পাননি, এমন এক ব্যক্তি এই মামলার অভিযোগকারী। তিনি চকগড়িয়ার ছিট নয়াবাদ তৃণমূল আঞ্চলিক কমিটির অমিত সর্দার। থানায় অভিযোগ দায়ের হওয়ার অনেক আগেই ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে থানার লক-আপে রাখা হয়েছিল।” এ ভাবে মামলা দায়ের করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
|
এসি মেশিন থেকে আগুন লাগল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। মঙ্গলবার সকালে, সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ে। এসি থেকে ধোঁয়ার সঙ্গে আগুনের হলকা বেরোতে দেখে ব্যাঙ্ককর্মীরাই দমকলে খবর দেন। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তের পরে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছিল।
|
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে, হরিদেবপুর থানা এলাকার মাঝেরপাড়ায়। মৃতার নাম শম্পা বিশ্বাস (৩০)। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, শম্পার শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য শম্পার শ্বশুরবাড়ি গেলে সেখানে তাঁর স্বামী শান্তনু বিশ্বাস উপস্থিত ছিলেন না। হরিদেবপুর থানা সূত্রে খবর, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
|
গাড়ি রাখা নিয়ে গণ্ডগোলে মৃত্যু হল মুরশিদ খান নামে এক গাড়িচালকের। বুধবার মহম্মদ আসিফ আলির দোকানের সামনে হাতাহাতি হয় মুরশিদের। আসিফকে গ্রেফতার করা হয়েছে। |