পরশু কলকাতায় ক্যামেরন, কথা চান মুখ্যমন্ত্রীর সঙ্গে
ষোলো বছর পরে ফের কলকাতায় আসছেন আর এক ব্রিটিশ প্রধানমন্ত্রী।
দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠক সেরে বৃহস্পতিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে পা রাখবেন ডেভিড ক্যামেরন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ব্যাপারে তাঁর আগ্রহের কথা সোমবারই ব্রিটিশ ডেপুটি হাইকমিশনের তরফে পৌঁছে দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের কাছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের সূত্র বলছে, ব্রিটেনে মন্দার আবহে এ দেশের বাজার ধরতে উঠে পড়ে লেগেছে ক্যামেরনের সরকার। তাদের সব চেয়ে পছন্দের দুই রাজ্য গুজরাত এবং পশ্চিমবঙ্গ। সেই কারণেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই ঝটিতি সফর।
রাজ্যের সঙ্গে বাণিজ্য-সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গত বছর শহরে এসেছিলেন তৎকালীন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। খুচরো পণ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পথে বাধা হয়ে না-দাঁড়ানোর অনুরোধ নিয়ে মহাকরণে মমতার সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। প্রোটোকলের কারণে ক্যামেরনের পক্ষে অবশ্য নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করা সম্ভব নয়। নিয়ম অনুযায়ী, দেখা করতে চাইলে মমতাকেই যেতে হবে তাঁর কাছে। নবান্ন সূত্রে বলা হচ্ছে, সাক্ষাতের সময় এখনও চূড়ান্ত হয়নি।
চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় বার ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে একটি বাণিজ্য প্রতিনিধিদলও আসছে বলে খবর। বাণিজ্য মন্ত্রকের একটি সূত্রের মতে, এ দেশে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, দক্ষিণ কোরিয়ার বড় মাপের বাজার রয়েছে। সেই তুলনায় অনেকটাই পিছিয়ে ব্রিটেন। সেই ঘাটতি পোষানোর দিকে যে নজর দেওয়া হবে, সেটা মাসখানেক আগে দিল্লি এসে জানিয়েছিলেন ব্রিটিশ বাণিজ্য মন্ত্রকের কর্তারা। ক্যামেরনের সফর সেই চেষ্টারই প্রমাণ বলে বাণিজ্য মন্ত্রকের কর্তাদের মত।
সাত ঘণ্টার সফরে কলকাতা এসে ক্যামেরন আকাশবাণী ভবন এবং জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টেও যাবেন বলে জানা গিয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি পাড়ি দেবেন কলম্বোর পথে। কমনওয়েলথ দেশগুলির প্রধানদের বৈঠকে যোগ দিতে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.