ওয়াকফ বোর্ডের পড়ে থাকা জমিতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রস্তাব দিলেন দমকলমন্ত্রী জাভেদ খান। সোমবার, মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিবসে মাদ্রাসা শিক্ষা পর্ষদের অনুষ্ঠানে। শহরে পড়ে থাকা ওয়াকফ বোর্ডের জমি চিহ্নিত করে তাঁকে জানাতে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব সইদুল ইসলামকে নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, “রাজ্যে সংখ্যালঘুদের জন্য ২৪টি আইটিআই হচ্ছে। কিন্তু জমির অভাবে কলকাতায় একটিও হচ্ছে না।” মন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী চাইছেন সংখ্যালঘুদের উন্নয়নে আরও শিক্ষা প্রতিষ্ঠান গড়তে। জমির অভাবে কলকাতায় তা হচ্ছে না। বহু জায়গায় ওয়াকফ বোর্ডের সম্পত্তি পড়ে। তাতে আইটিআই, পলিটেকনিক বা এমনি স্কুল-কলেজ হলে সংখ্যালঘুদের সঙ্গে অন্যরাও সুযোগ পেতে পারেন।” তিনি জানান, জমি পেলে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য সংশ্লিষ্ট মহলে কথা বলবেন।
|
নিউ টাউনে নির্মাণসামগ্রী নিয়ে ট্রাক ঢোকাকে কেন্দ্র ট্রাক সংগঠনের দু’টি গোষ্ঠীর মারামারিতে উত্তেজনা ছড়িয়েছে। সোমবারের ওই সংঘর্ষে সুশান্ত সর্দার ও জাহের সর্দার নামে দু’জন আহত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক যুবককে আটক করা হয়েছে। অভিযোগ, নির্মাণসামগ্রী নিয়ে বড় বড় ট্রাক নিউ টাউনে ঢুকলেই তা আটকে দিয়ে হেনস্থা করছিল চিনার পার্ক এলাকার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশ। তবে অ্যাসোসিয়েশন জানায়, ওই সব ট্রাক অতিরিক্ত ভার বহন করায় তারা আপত্তি তুলেছিল। এতে আখেরে ক্ষতি হচ্ছিল ট্রাক-মালিকদের। এ দিন চিনার পার্ক এলাকায় কিছু ট্রাক আটকানো হয়। নিউ টাউনের কয়েকটি সিন্ডিকেটের লোকজন সেগুলো ছাড়াতে গেলে মারপিট হয়। |