হাসপাতালের পথে চম্পট আসামির |
ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পালিয়ে গিয়েছে এক আসামি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে ডিএসপি হাসপাতাল চত্বরে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম লাল্টু বাউড়ি। একটি চুরির ঘটনায় রঘুনাথপুর থেকে তাকে ২৭ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি পুলিশ হেফাজতে ছিল। সোমবার তাকে দুর্গাপুর আদালতে তোলার কথা ছিল। তার আগে নিয়ম মাফিক ডাক্তারি পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ডিএসপি হাসপাতালে। এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানিয়েছেন, ঘটনাস্থলে এক কনস্টেবল ও হোমগার্ড ছিলেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছেন এডিসিপি।
|
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে অনিকেত পাত্র (৪৪) নামে ওই ডিএসপির কর্মীর দেহ উদ্ধার হয়। অনিকেতবাবু নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সাহিত্য সচিব ছিলেন। পুলিশের অনুমান, কোনও কারণে মানসিক অবসাদ থেকে অনিকেতবাবু আত্মঘাতী হয়েছেন।
|
কারখানা খোলার সিদ্ধান্ত বৈঠকে |
আসানসোলের বেসরকারি পানীয় জল প্রস্তুতকারক কারখানা ২ ডিসেম্বর থেকে খুলবে। মঙ্গলবার দুর্গাপুরের সহকারী শ্রম কমিশনারের দফতরে আয়োজিত এক ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, ৩ জুলাই কারখানাটিতে লক আউট ঘোষণা করা হয়েছিল। এ দিন শ্রম দফতরের আধিকারিকদের উপস্থিতিতে মালিক ও কর্মীদের মধ্যে আলোচনা হয়। আইএনটিটিইউসির জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় জানান, কর্তৃপক্ষ কর্মীদের অধিকাংশ দাবি-দাওয়া মেনে নেওয়াতেই অচলাবস্থা কেটে গিয়েছে। এর ফলে উপকৃত হবেন শ’খানেক কর্মী।
|
ডিএসপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল সোমবার রাতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনিকেত পাত্র (৪৪)। ডিএসপির কর্মী অনিকেতবাবু নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সাহিত্য সচিব ছিলেন। ১০টি কাব্যগ্রন্থের প্রণেতা অনিকেতবাবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে দুর্গাপুরের সাহিত্যিক মহল। পুলিশের অনুমান, মানসিক অবসাদে অনিকেতবাবু আত্মঘাতী হয়েছেন। |