উত্তরপ্রদেশের জৈনপুরে অনুষ্ঠিত পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় কবাডিতে প্রথম ম্যাচেই কলকাতাকে ২৫-২১ পয়েন্টে হারিয়ে মূল পর্বে গিয়েছে বর্ধমান। গতবার এই প্রতিযোগিতায় খেতাব জেতার সুবাদে বর্ধমান সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়। বর্ধমানের সঙ্গে গ্রুপ সেমিফাইনাল লিগে কাশী, মিথিলা পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয় রয়েছে। এই চারটি দলই মূলপর্বে সর্বভারতীয় কবাডিতে যোগ দেবে। কলকাতার বরাহনগরে অনুষ্ঠিত আন্তঃজেলা স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে রাজ্য দলে সুযোগ পেয়েছে বর্ধমানের বিশ্বরূপ চক্রবর্তী, অস্মিতা সরকার ও প্রায়সিনী গঙ্গোপাধ্যায়। প্রথম দু’জন অনূর্ধ্ব ১৯ ও শেষ জন অনূর্ধ্ব ১৭ পর্বে যোগ দেবে।
|
মহকুমা লিগে জিতল শ্যামগঞ্জ স্পোর্টিং। কালনা অঘোরনাথ পার্ক স্টেডিয়াম মাঠের খেলায় মঙ্গলবার শ্যামগঞ্জ ৩-০ গোলে তারা রেয়ার ঝর্ণা ক্লাবকে হারায়। প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে তিন গোল করে শ্যামগঞ্জ।
|
ঘুষিক বিবেকানন্দ ক্লাব আয়োজিত ফুটবলে মঙ্গলবারের খেলায় জিতল বাঁকুড়া এফসি। ডামরা হাটতলা মাঠে তারা জামডোবা এফসিকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারায়। |