শ্লীলতাহানির শাস্তি
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
প্রতিবেশী কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে মাথা ন্যাড়া করে মুখে কালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরালেন বাসিন্দারা। পরে যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের গোয়ালপাড়া এলাকায়। ধৃতের নাম হরিপদ মোহান্ত। পেশায় রিকশা চালক ওই যুবকের বাড়ি ওই এলাকাতেই। এদিন হরিপদকে শ্বশুরবাড়ি থেকে আটক করে গোয়ালপাড়ায় নিয়ে যান বাসিন্দাদের একাংশ। সে বাজিতপুর এলাকায় শ্বশুরবাড়িতে লুকিয়ে ছিল। রায়গঞ্জ থানা আইসি দীনেশ প্রামাণিক বলেন, “ধৃতকে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে কিশোরীর সঙ্গেও কথা বলা হবে।” পুলিশ জানিয়েছে, হরিপদর স্ত্রী ছাড়াও চার ও দুই বছর বয়সী দুটি ছেলে রয়েছে। ভাইঝির বান্ধবী ওই কিশোরী তাকে কাকা বলে ডাকত। বছর তেরোর ওই কিশোরী শনিবার এঁটো বাসন ধুচ্ছিল। সেই সময় বাড়িতে কেউ ছিল না। অভিযুক্ত তাকে জোর করে ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তারপর ওই কিশোরীকে হরিপদ গলা টিপে ধরে কাউকে কিছু বললে খুনের হুমকি দেয় বলে অভিযোগ। পরেরদিন ওই কিশোরী পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। তাঁরা স্থানীয় একটি ক্লাবের সদস্যদের সমস্ত ঘটনা জানায়। এরপর হরিপদ এলাকা ছেড়ে পালায়।
|
ছাত্র পরিষদের সভাপতি আগ্রহী তৃণমূলে যেতে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
তৃণমূলে যোগ দিতে আগ্রহ প্রকাশ করলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি রাহুল রায়। সোমবার রাহুলবাবু বলেন, “কোচবিহারে ছাত্র পরিষদের দখলে থাকা সব ক’টি কলেজ ইউনিট, যুব নেতৃত্ব ও সদস্য মিলিয়ে প্রায় ২০ হাজার সমর্থককে নিয়ে তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। আপাতত এর বেশি কিছু বলতে চাইছি না।” দলীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতায় তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে রাহুলবাবুর কয়েকদফা আলোচনা হয়েছে। এই ব্যাপারে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের সংক্ষিপ্ত মন্তব্য, “সময়ে সব কিছু স্পষ্ট হয়ে যাবে।” |
গাড়ির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে রবিবার। চাকুলিয়া থানার কানকির সূর্যাপুরে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম বাদল রায় (৫৮)। সাইকেল নিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময়ে ডালখোলামুখী একটি ছোট গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরেই চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। বাসিন্দারা ঘণ্টা খানেক অবরোধ করে রাখেন।
|