টুকরো খবর
মজুরি বাড়ানোর দাবি
শ্রমিক অসন্তোষ। সোমবার ছবি তুলেছেন নারায়ণ দে।
মজুরি বৃদ্ধির দাবিতে তপসিখাতায় পাওয়ার গ্রিড প্রকল্পে সীমানা প্রাচীর তোলার কাজ বন্ধ করে রেখেছে শ্রমিকেরা। বৃহস্পতিবার থেকে ১০০ শ্রমিক মজুরি বৃদ্ধির দাবি তুলে কাজ বন্ধ করেন। সোমবার ঠিকাদার সংস্থা ও পাওয়ার গ্রিড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর আজ, মঙ্গলবার কাজ শুরু হবে বলে শ্রমিক নেতারা জানান। ২০১৫-র মধ্যে আলিপুরদুয়ার ১ ব্লকে তপিখাতায় ১৮০ একর জমির উপর ৩০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎ প্রকল্প হবে। ১৫০ একর জমি সরাসরি চাষির থেকে কতৃর্পক্ষ কিনেছে। সেই এলাকায় সীমানা প্রাচীর দেওয়ার কাজ চলছিল। প্রজেক্টের চিফ ম্যানেজার চন্দন নন্দী বলেন, “শ্রমিকরা বৃহস্পতিবার থেকে কাজ বন্ধ করায় সমস্যা বেড়েছে। তবে শ্রমিকেরা যাতে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত হারে মজুরি পায় দেখা হবে। ঠিকাদার সংস্থার সঙ্গে কথাও বলা হচ্ছে।” দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার তরফে প্রভাস বিশ্বাস জানান, পুজোর আগে অদক্ষ শ্রমিকদের ১৯০ টাকা, দক্ষ শ্রমিকদের ২৫০ টাকা মজুরি দেওয়া হত। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মে অদক্ষদের ২০৭ ও দক্ষ শ্রমিকদের ২৪১ টাকা দিতে হবে। এ দিন বৈঠকের পর অদক্ষ শ্রমিকদের ২১৫ টাকা ও দক্ষ শ্রমিকদের ২৬০ টাকা দেওয়া হবে বলে ঠিক হয়েছে। সমস্যা মিটেছে। শ্রমিকদের তরফে শম্ভু রায় বলেন, “আমরা অদক্ষদের ৩০০ টাকা ও দক্ষ শ্রমিকদের ৩৫০ টাকা মজুরির দাবি জানিয়েছিলাম। এ দিন যে হারে মজুরির কথা বলা হয় তা আমরা মেনে নিয়েছি। আজ, মঙ্গলবার থেকে কাজ শুরু করা হবে।”

সংশোধনাগারে বন্দির অপমৃত্যু আলিপুরদুয়ারে
আলিপুরদুয়ার বিশেষ সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হল এক বিচারাধীন বন্দির। রবিবার গভীর রাতে সেলের শৌচাগারে গলায় ফাঁস লাগা অবস্থায় ওই বন্দিকে মেঝেতে পড়ে থাকতে দেখেন অন্য বন্দিরা। আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানান, মৃতের নাম রমেশ ওঁরাও (৪৫)। গত ১২ অক্টোবর স্ত্রীর উপর ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পশ্চিম সাঁতালির বাসিন্দা রমেশবাবু গত ১৩ অক্টোবর থেকে জেলে ছিলেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য ২০০৪ সাল থেকে এ নিয়ে আলিপুরদুয়ার বিশেষ সংশোধনাগারে পাঁচ বন্দির অস্বাভাবিক মৃত্যু হল। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, মৃতের গলায় চাদর বা কম্বলের টুকরো জাতীয় কিছু দিয়ে ফাঁস লাগানো ছিল। যে শৌচাগারে দেহটি পাওয়া যায়, সেখানে ফাঁস লাগিয়ে ঝোলার কোনও প্রমাণ পুলিশ পায়নি। এতে রহস্য আরও দানা বেঁধেছে। কারা দফতরের উত্তরবঙ্গের এআইজি কমল মুখোপাধ্যায় বলেন, “বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ
গ্যাংটকে রাজভবনের উঠোনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পিছনে কাঞ্চনজঙ্ঘা। সোমবার
ভোরবেলা উঠোনে পায়চারি করতে করতে হঠাৎ যার রূপ দেখে উচ্ছ্বসিত রাষ্ট্রপতি।
বললেন, “এই প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখলাম। আসলে কাঞ্চনজঙ্ঘা খুবই
খেয়ালি। কারও কাছে সহজে ধরা দিতে চায় না।”-নিজস্ব চিত্র
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বিসিপিএস স্কুল সোসাইটি ফর ইস্টার্ন ইকনমিক্স ডেভেলপমেন্টের সদস্যরা। রবিবার গ্যাংটকে রাষ্ট্রপতির সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎকার করেন সোসাইটির সম্পাদক বিজন চক্রবর্তী। শিলিগুড়ির মাটিগাড়ার রঙ্গিয়াতে প্রস্তাবিত অর্থনৈতিক শিক্ষণ কেন্দ্র ও কমিউনিটি কলেজ স্থাপনের ব্যপারে প্রণববাবু কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন তাঁর সঙ্গে কথা হয়েছিল বলে জানিয়েছেন বিজনবাবু। এদিনও সে বিষয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে জন সাধারণের যোগাযোগ বাড়ানোর উদ্দেশ্যে ‘প্রেসিডেন্ট অ্যাডমায়ার ক্লাব’ নামে একটি সোশ্যাল সাইটের পেজে তাঁর যোগদানের বিষয়ে অনুমতি চান বিজনবাবু। যদিও তাঁর দাবি, সম্মতি দেবেন কিনা ভেবে দেখবেন বলে জানিয়েছেন প্রণববাবু।

পুরনো খবর:

নারীপাচার নিয়ে তদন্তে কমিশন
বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে নারী পাচারের অভিযোগ বেড়ে চললেও, তিনটি রাজ্যেই এ বিষয়ে সচেতনতা প্রসারের যথাযথ উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা চারু ওয়ালিখান্না। সোমবার তিনি দার্জিলিঙে পৌঁছন। ওই তিন রাজ্যে নারী পাচারের অভিযোগ কেন বাড়ছে মূলত তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে কমিশন। চারু ওয়ালিখান্না তার চেয়ারপার্সন। সম্প্রতি তিনি ঝাড়খণ্ডেও পরিদর্শন এবং বৈঠক করে এসেছেন বলে জানা গিয়েছে। এদিন দার্জিলিং সার্কিট হাউসে তিনি ২০টি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, “নেপাল সীমান্তবর্তী এই রাজ্যগুলিতে নারী পাচার রুখতে পুলিশের আরও বেশি পরিকাঠামো প্রয়োজন।”

মিলছে দুই সংগঠন
উত্তরবঙ্গে তৃণমূলের তরাই ডুয়ার্স প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন ও তৃণমূল প্ল্যানটেশন ওয়াকার্স ইউনিয়নকে মিলিয়ে দিয়ে একটি সংগঠন করা হচ্ছে। সোমবার বিকালে মালবাজারে একটি সভায় দলের শ্রমিক সংগঠনের রাজ্যের সভানেত্রী দোলা সেন ওই ঘোষণা করেন। সভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবং রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু ছিলেন। গৌতমবাবু বলেন, “দলনেত্রীর নির্দেশেই একটি চা শ্রমিক সংগঠন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এদিনের সমাবেশে ডুয়ার্সের বিভিন্ন এলাকার কংগ্রেস, মোর্চা, ঝাড়খন্ড মুক্তি মোর্চা ও আদিবাসী বিকাশ পরিষদ থেকে পাঁচ শতাধিক কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগ দিয়েছেন বলে দলের নেতারা দাবি করেছেন।

আত্মসাত, নালিশ
একটি স্বনির্ভর গোষ্ঠীর সঞ্চিত ৮১ হাজার টাকা আত্মসাত্যের অভিযোগ উঠেছে ওই গোষ্ঠীরই প্রাক্তন সভানেত্রী ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে। আলিপুর দুয়ার ২ ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী মহল্লা তিরলাটোলায় ঘটনাটি ঘটেছে। সোমবার গোষ্ঠীর অনান্য সদস্যরা শামুকতলা পঞ্চায়েতের প্রধান এবং আলিপুরদুয়ার ২ বিডিওর কাছে অভিযোগ জমা দিয়েছেন। অভিযুক্ত সভানেত্রী নীলমণি মুর্মূ এবং কোষাধ্যক্ষ লেগো হাঁসদা দু’জনেই অভিযোগ অস্বীকার করেন। সম্প্রতি গোষ্ঠীর নতুন কমিটি গঠন হয়েছে। অভিযোগ, আয়-ব্যয়ের হিসেব খতিয়ে দেখে অনিয়মের কথা জানা যায়।

দু’টি দেহ উদ্ধার
সোমবার মালবাজার থেকে পৃথক ভাবে দুটি দেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নাগরাকাটার চাম্পাগুড়ি বাজারের বাসিন্দা রবি প্রধানের (৩০) দেহ উদ্ধার করা হয়। নাগরাকাটা গ্রাসমোড় চা বাগান থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম আশারাম ওঁরাও (৪২)।

বাগান খোলার দাবিতে মিছিল
বন্ধ নিদাম চা বাগান খোলার দাবিতে মালবাজার শহরে মিছিল করলেন শ্রমিকরা। সোমবার এই মিছিলে বাগানের সব ক’টি শ্রমিক সংগঠনের সমর্থকেরাই যোগ দেন বলে জানা গিয়েছে। গত শ্রমিকদের বিরুদ্ধে ‘অভ্যবতার’ অভিযোগ তুলে শনিবার মালিকপক্ষ বাগান ছেড়ে যায়। এ দিন মিছিলে উপস্থিত ছিলেন মালবাজার সিপিএমের জোনাল সম্পাদক চা শ্রমিক নেতা চানু দে। দ্রুত চা বাগান খোলার দাবি জানিয়েছেন তিনি।

তিস্তার চরে দেহ
বাঘপুলের নিচে তিস্তার চর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। সোমবার মৃতদেহটি উদ্ধার করে মংপং ফাঁড়ির পুলিশ। মৃতের নাম সুরজিত সাহা (২৫)। বাড়ি শিলিগুড়ির বাঘাযতীন কলোনিতে। বিগত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বাঘপুলের নিচে তিনশো মিটার দূরে তাঁর দেহ জলে ভাসতে দেখা যায়। শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না।

মোর্চার জনসভা
বুধবার দার্জিলিঙের বিজনবাড়িতে জনসভা করবে গোর্খা জনমুক্তি মোর্চা। সম্প্রতি পাহাড়ের বিভিন্ন মহকুমায় সাংগঠনিক বৈঠক শুরু করেছে মোর্চা। গত মাস থেকে মোর্চা প্রধান বিমল গুরুঙ্গও কার্শিয়াং এবং কালিম্পঙে ঘরোয়া বৈঠক করতে শুরু করেছেন। মোর্চা নেতা সাওন রাই বলেন, “ওই সভায় দলনেতা বিমল গুরুঙ্গও উপস্থিত থাকবেন।”

ছাত্রীকে উদ্ধার
অসমের বাসিন্দা তরুণীকে উদ্ধার করে সোমবার তাঁর পরিবারের হাতে তুলে দিল শামুকতলার পুলিশ। রবিবার রাতে শামুকতলা রোড স্টেশন থেকে তাঁকে পুলিশ উদ্ধার করে। ওই তরুণী অসমের গুয়াহাটির এক নার্সিং প্রশিক্ষণকেন্দ্রে ছাত্রী। বন্ধুর সাথে ঝগড়ার পরে তিনি হস্টেল থেকে চলে আসেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.