রান্নার গ্যাসের ভর্তুকি পেতে আধার নম্বর জমা দেওয়ার সময়সীমা তিন মাসের বেশি বাড়াতে নারাজ তেল মন্ত্রক। তাদের দাবি, বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর আধার নম্বর তৈরি করতে বড়জোর ৪-৫ সপ্তাহ লাগার কথা। তাই রাজ্য সময়সীমা বাড়ানোর দাবি জানালেও মন্ত্রক তা মানতে নারাজ। রাজ্যের যে তিন জেলায় (কলকাতা, হাওড়া ও কোচবিহার) এই প্রকল্প চালু হয়েছে, সেখানে সময়সীমা বাড়ানোর কারণ নেই বলে সোমবার রাজ্যের সঙ্গে বৈঠকে জানিয়ে দিয়েছেন তেল মন্ত্রকের যুগ্মসচিব নীরজ মিত্তল।
ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে আধার নম্বর ব্যবহার নিয়ে এখন মামলা চলছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত অন্তর্বর্তী রায়ে জানিয়েছিল, এ ধরনের সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক হওয়া উচিত নয়। যাকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেল সংস্থা আইওসি-র অফিস ঘেরাও করার হুমকিও দিয়েছেন তিনি।
কিন্তু এ দিনের বৈঠকে সুপ্রিম কোর্টের মামলাকেই হাতিয়ার করে মিত্তল বলেছেন, যে হেতু আদালতে শুনানি চলছে, সে হেতু বিষয়টি স্থগিত রাখা সম্ভব নয়। তবে আধার-সমস্যা মেটাতে বাড়তি উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে এ দিনের বৈঠকে। রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া এবং জনগণনা দফতরের প্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন, তথ্য সংগ্রহের তিন সপ্তাহের মধ্যেই আধার কার্ড দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি, ওই তিন জেলায় গ্যাস ডিস্ট্রিবিউটরের বিপণিতেই তথ্য সংগ্রহের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। আগামী শুক্রবার থেকেই এই কাজ শুরু হয়ে যেতে পারে।
আজ, মঙ্গলবার ফের আলোচনার জন্য তেল সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসছেন জনগণনা দফতরের কর্তারা। বৃহস্পতিবার আধার নিয়ে বৈঠক ডেকেছে পুরসভাও। তেল সংস্থা-সহ সংশ্লিষ্ট সব পক্ষই থাকবে সেখানে।
|