তিন দিন পরে উদ্ধার নিখোঁজের মৃতদেহ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
দু’দিন ধরে নিখোঁজ ছিলেন বাদুড়িয়ার বৈকারা গ্রামের বাসিন্দা আবেদ আলি গাজি (৪৮)। সোমবার বাড়ি থেকে দু’মাইল দূরে একটি মাঠে বিদ্যুতের খুঁটির নীচে তাঁর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বিদ্যুতের তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আবেদ আলি গাজির। দেহটি ময়না-তদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ এ স্থানীয় সূত্রের খবর, গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি আবেদ আলি। বাবাকে পাওয়া যাচ্ছে না বলে রবিবার বাদুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন আবেদের ছেলে। সোমবার দুপুর ২টো নাগাদ কয়েকজন জমিত ধান কাটতে গিয়ে দক্ষিণ দিয়াড়ার খামারপাড়া মাঠে একটি দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ গিয়ে দেখে মৃতদেহের ডান হাতের কিছুটা অংশ পোড়া। কোমরে গোঁজা রয়েছে তার কাটার যন্ত্র। এ সব দেখেই পুলিশের ধারণা, বিদ্যুতের তার কাটতে গিয়েই তড়িদাহত হয়ে মৃত্যু হয় আবেদ আলির।
|
কুড়ুলে জখম
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে বচসায় দু’জনের কুড়ুলের কোপে জখম হলেন এক যুবক। সঞ্জীব গাজি নামে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত দু’জন পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার বাদুড়িয়া থানার ফরিদকাটি গ্রামে। অন্যদিকে, আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে ধরল মিনাখাঁ থানার পুলিশ। নাম সুকান্ত মুণ্ডা। বাড়ি সন্দেশখালির ১-এর বাউনিয়া গ্রামে। শনিবার রাতে তাকে মালঞ্চ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
|
|
জনসংযোগ বাড়াতে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের যাত্রানুষ্ঠান।—নিজস্ব চিত্র। |
|
মহকুমা পুলিশের ফুটবল ম্যাচ |
মহকুমা পুলিশ প্রশাসনের সঙ্গে ফুটবল খেলে বিজয়া সম্মিলনী পালন করল বসিরহাট মহকুমা ভেটারেন্স প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। রবিবার বসিরহাট স্টেডিয়ামে ভেটারেন্স একাদশকে ১-০ হারিয়ে জয়ী হয় এসডিপিও একাদশ। খেলায় যোগ দেন এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বাদুড়িয়ার ওসি কল্লোল ঘোষ, ফুটবলার সমীর বসু ও মৃত্যুঞ্জয় হাজরা প্রমুখ। |