টুকরো খবর |
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ কোলাঘাটে
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। রবিবার কোলাঘাটের আড়র গ্রামের ঘটনা। ওই নাবালিকা তমলুক জেলা হাসপাতালে ভর্তি। এ দিন ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে পুলিশে প্রসেন মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত প্রসেন পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য প্রসেনের বাবাকে আটক করা হয়েছে। আড়র গ্রামেরই বাসিন্দা প্রসেন মালিক পেশায় সোনার কারিগর। কর্মসূত্রে তিনি অন্য রাজ্যে থাকেন। সম্প্রতি তিনি বাড়ি এসেছিলেন। অভিযোগ, রবিবার দুপুরে ওই নাবালিকাকে খাবার দেওয়ার লোভ দেখিয়ে বাড়ি থেকে ডাকে প্রসেন। এরপর বাড়ির কিছু দূরে মাঠে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে। অসুস্থ হয়ে পড়া ওই নাবালিকা কোনও রকমে বাড়ি ফিরে এসে মায়ের কাছে সমস্ত ঘটনার কথা জানায়। এরপর ওই কিশোরীকে প্রথমে কোলাঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের জন্য তদন্ত শুরু হয়েছে।
|
স্ত্রীর প্রেমিক সন্দেহে যুবককে খুন, ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
গ্রামেরই এক যুবককে খুনের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বছর পঞ্চাশের বিনোদ হাঁসদার বাড়ি ঝাড়গ্রাম থানার আঁধারিশোল গ্রামে। সোমবার সকালে আঁধারিশোল গ্রামের ধান খেত থেকে বিহারী মুর্মু (২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল। পুলিশের দাবি, গ্রামেরই যুবক বিহারীর সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন বিনোদবাবু। সেই সন্দেহের জেরেই তিনি বিহারীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ। সোমবার স্থানীয় সূত্রে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়না-তদন্তে পাঠায়। অভিযোগের ভিত্তিতে এ দিন দুপুরে ওই গ্রাম থেকেই বিনোদবাবুকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁকে ঝাড়গ্রাম আদালতে তোলা হবে। খুনে ব্যবহৃত রক্তমাখা কুড়ুলটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু আলু ব্যবসায়ীর
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাসের ধাক্কায় মৃত্যু হল এক আলু ব্যবসায়ীর। মৃতের নাম রবীন্দ্রনাথ জানা (৪০ )। বাড়ি পাঁশকুড়ার গোঁসাইবেড় গ্রামে। সোমবার সকালে রবীন্দ্রনাথবাবু পাঁশকুড়ার মেচগ্রামে একটি হিমঘর থেকে আলু কিনে সাইকেলে ঘাটালের দিকে যাচ্ছিলেন। মেচগ্রাম মোড়ের কাছে চন্দ্রকোনা থেকে পাঁশকুড়াগামী একটি বাস তাঁকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রবীন্দ্রনাথবাবুর। দুর্ঘটনার পরে ওই বাসের চালক পাঁশকুড়া থানায় আত্মসমর্পণ করেন।
|
পুলিশকে ছুরি মেরে জেলহাজতে
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
কর্তব্যরত পুলিশকর্মীর গলায় ছুরি মারায় অভিযুক্ত যুবককে ১৪ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দিল ঘাটাল আদালত। রবিবার ঘাটাল শহরের পাঁশকুড়া বাসস্ট্যান্ডের ব্যস্ত মোড়ে দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করছিলেন ঘাটাল ফাঁড়ির কর্মী বিশ্বজিৎ চৌধুরী। আচমকাই ছুটে এসে তাঁর গলায় ছুরি চালিয়ে দিয়েছিলেন চিত্তরঞ্জন পাল নামে এক যুবক। পুলিশ জেরা করেও ছুরি মারার কারণ জানতে পারেনি।
|
রেস্তোরাঁয় দেহ উদ্ধার মালিকের
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দিঘার একটি রেস্তোরাঁ থেকে সোমবার সকালে উদ্ধার হল মালিকের রক্তাক্ত দেহ। মৃত রমেশ প্রধানের (৬০) বাড়ি দিঘা মোহনার খাদাল গোবরা গ্রামে। তাঁকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ।
|
ঘাটাল আদালতে ফের দেবযানী
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
সারদা -কাণ্ডে সোমবার দেবযানী মুখোপাধ্যায়কে ঘাটাল আদালতে তুলল পুলিশ। সঙ্গে সংস্থার আরও দু’জন অরবিন্দ চৌহান এবং মনোজ নাগেলকেও হাজির করা হয়। তিন জনকেই ঘাটালের এসিজেএম রীনা তালুকদার দু’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
|
প্রতিবন্ধীদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রাজ্যের জনশিক্ষা প্রসার দফতর অনুমোদিত প্রতিবন্ধী বিদ্যালয়গুলিতে দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ-সহ বিভিন্ন দাবি তুলে বিক্ষোভ দেখাল ‘লুই ব্রেইল অ্যাসোসিয়েশন অফ দি ব্লাইন্ড’। সংগঠনের সদস্যরা সোমবার তমলুকের মানিকতলায় পূর্ব মেদিনীপুর জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের অফিসে একটি স্মারকলিপি জমা দেন।
|
শিক্ষক-সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ময়না পশ্চিম চক্রের দশম বার্ষিক সম্মেলন হল। রবিবার পরমানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সম্মেলনে প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষকদের বদলির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম কার্যকর করার দাবি জানানো হয়।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু |
গ্রামের পুজো মণ্ডপে পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বধূর। মৃতার নাম মিঠু জানা (২০)। বাড়ি মহিষাদল থানার অমৃতবেড়িয়া গ্রামে। এ দিন সকাল আটটা নাগাদ পুজো মণ্ডপে যাওয়ার সময় কেশবপুর স্টেশনের কাছে একটি মালগাড়ি তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
|
|