|
|
|
|
বাড়ি-বাড়ি প্রচারে জোর মুকুলের |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম পুরভোটে বামেদের টেক্কা দিতে দলীয় প্রার্থীদের দ্বিতীয় দফায় ফের বাড়ি -বাড়ি প্রচারে যেতে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়।
সোমবার ঝাড়গ্রাম শহরে পুরভোটের প্রচার -কর্মসূচির আগে ১৮ জন দলীয় প্রার্থীর সঙ্গে একান্তে পরিচিত হন মুকুলবাবু। এ দিন সকাল দশটা নাগাদ শহরের সাবিত্রী মন্দিরের ভিতরের প্রাঙ্গণে দলীয় প্রার্থীদের নিয়ে সংক্ষিপ্ত বৈঠক করেন মুকুলবাবু। দলীয় সূত্রের খবর, প্রতিটি ওয়ার্ডে দ্বিতীয় দফায় বাড়ি -বাড়ি প্রচারের উপর জোর দিয়েছেন তিনি। সেই সঙ্গে আগামী দু’দিনের মধ্যে সমস্ত ভোটারের কাছে দলের তরফে বুথ স্লিপ পৌঁছে দেওয়ারও নির্দেশ দিয়েছেন। প্রার্থীদের উদ্দেশে মুকুলবাবু এ দিন বলেন, “প্রচারে কোনও খামতি রাখবেন না। পুরসভা আমাদের নিরঙ্কুশ ভাবে দখল করতে হবে।” ঝাড়গ্রাম পুর নির্বাচন নিয়ে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার এখনও প্রকাশিত হয়নি। দলের তরফে দ্রুত একটি তথ্যভিত্তিক নির্বাচনী ইস্তেহার করার নির্দেশ দিয়েছেন মুকুলবাবু। |
|
ঝাড়গ্রামে পদযাত্রায় মুকুল রায়। —নিজস্ব চিত্র। |
গত শুক্রবার ঝাড়গ্রামে বামফ্রন্টের এক কর্মিসভায় সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার বাম প্রার্থীদের প্রতিটি ভোটারের সঙ্গে দেখা করে প্রচার করার নির্দেশ দিয়েছিলেন। ওই দিন বামেদের নির্বাচনী ইস্তেহারও প্রকাশ করা হয়েছিল। রাজনৈতিক মহলের মতে, বামেদের টেক্কা দেওয়ার জন্যই এ দিন তৃণমূল প্রার্থীদের দ্বিতীয় দফায় প্রচার করার নির্দেশ দিয়েছেন মুকুলবাবু। প্রতিটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের সমর্থনে কমপক্ষে তিনটি করে প্রচারসভা করারও নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এ দিকে, ঝাড়গ্রাম শহরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কিছুটা চিন্তিত শীর্ষ নেতৃত্ব। প্রার্থী -তালিকা নিয়ে দলের বিভিন্ন মহলে ক্ষোভ বিক্ষোভ রয়েছে। সেই ক্ষোভের আঁচ কখনও -সখনও প্রকাশ্যে এসে পড়ছে। দলে একতার বার্তা দিতে এ দিন জেলা সভাপতি দীনেন রায়, জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষ, মন্ত্রী সুকুমার হাঁসদা, শহর তৃণমূলের সভাপতি প্রশান্ত রায়, দলের জেলা সাধারণ সম্পাদক দুর্গেশ মল্লদেব, যুব তৃণমূলের জেলা সভাপতি শ্রীকান্ত মাহাতো প্রমুখদের নিয়ে ভোট -প্রচারে পদযাত্রা করেন মুকুলবাবু। সকাল সাড়ে দশটায় সাবিত্রী মন্দির মোড় থেকে শুরু হওয়া ওই পদযাত্রায় মুকুলবাবুর সঙ্গে দলের ১৮ জন প্রার্থীও ছিলেন। মেন রোড ধরে জুবিলি বাজার সংলগ্ন নির্মীয়মান উড়ালপুলের কাছে পদযাত্রাটি শেষ হয়। সকাল সাড়ে এগারোটা নাগাদ সেখানে প্রচারসভা করেন মুকুলবাবু। সভার শুরুতেই দলে একতার বার্তা দিতে মন্ত্রী সুকুমার হাঁসদা ও দলের শহর সভাপতি প্রশান্ত রায়কে ঝাড়গ্রামে তৃণমূলের ‘দুই সৈনিক’ বলে মন্তব্য করেন মুকুলবাবু। এ দিন সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কবিতা ঘোষের সমর্থনে লোকাল বোর্ড এলাকায় প্রচারসভা করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ প্রমুখ।
|
পুরনো খবর: আজ আসছেন মুকুল, প্রচারে চড়ছে পারদ |
|
|
|
|
|