অরণ্যশহরে পুর-পরিষেবার হাল ঠিক কী? পানীয় জল নিয়মিত মেলে? রাস্তার দশাই বা কেমন?
পুরভোটের আগে তারই ওয়ার্ড ভিত্তিক খতিয়ান। সঙ্গে অন্যতম প্রধান ভোটপ্রার্থীদের এক ঝলক।
ওয়ার্ড নম্বর ১৩
• পানীয় জল: আরবিএম হোস্টেলের পিছনের পাড়ায় জলের ট্যাপকল নেই। অন্যত্রও জল সরবরাহ পর্যাপ্ত নয়। • নিকাশি: বৃষ্টিতে পাঁচমাথা মোড়-সহ অনেক জায়গায় জল জমে যায়। বহুতল আবাসন সংলগ্ন হাইড্রেন জঞ্জালে ভর্তি। • রাস্তাঘাট: সমাহার পত্রিকা কার্যালয় সংলগ্ন মোরাম রাস্তা বেহাল। অন্য মোরাম রাস্তাগুলিও সংস্কার হয় না। • জঞ্জাল সাফাই: জঞ্জাল পরিষ্কার হয় না। পাঁচমাথা মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত বিভিন্ন পাড়ায় জঞ্জাল জমে থাকে। • পথবাতি: কেকেআই স্কুলের পিছন পাড়া থেকে ক্যানেল পাড় পযর্ন্ত পথবাতি নেই। অনেক গলিপথেও একই অবস্থা।
বহুতল আবাসন এলাকায় হাইড্রেন জঞ্জালে পূর্ণ।
যুযুধান
শিবেন্দ্রবিজয় মল্লদেব তৃণমূল
পুলক বাগচি কংগ্রেস
সৌমেন মাহাতো সিপিএম
তৃণমূলের জেলা সাধারণ
সম্পাদক। প্রাক্তন কাউন্সিলর।
পুরভোটের লড়াইয়ে দ্বিতীয়বার।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.