টুকরো খবর |
গণপ্রহারে মৃত্যু, ধৃত অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় দীর্ঘ এক বছর তিন মাস পরে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। কেদার সিংহ নামে ওই অভিযুক্ত এতদিন পলাতক ছিলেন। সোমবার সকালে কেশিয়াড়ির খেজুরকুঠি গ্রাম থেকে তাঁকে ধরে পুলিশ। খেজুরকুঠি গ্রামেই বাড়ি কেদারের। ২০১২ সালের ১৪ অগস্ট গভীর রাতে স্থানীয় একটি দোকানে দরজা ভাঙার শব্দ পেয়ে লোকজন জড়ো হয়। বাকি দুষ্কৃতীরা পালিয়ে গেলেও তারাপদ কোটাল নামে বছর চল্লিশের একজনকে ধরে ফেলে জনতা। শুরু হয় গণধোলাই। বেদম মারধরের পর মারা যান নারায়ণগড়ের ভুলকুণ্ডির বাসিন্দা তারাপদ। কেশিয়াড়ি থানার পুলিশ সুয়ো-মোটো মামলা রুজু করে তদন্তে নামে। কেদার সিংহ-সহ এলাকার বেশ কয়েকজনের নাম পায় পুলিশ। তারপরই গা ঢাকা দিয়েছিলেন কেদার। সম্প্রতি গ্রামে ফিরেছেন জেনে পুলিশ তল্লাশি চালায়। পাকড়াও করা হয় তাঁকে। এ দিন ধৃতকে ২ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
|
আলু শ্রমিকদের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কাজ পাচ্ছেন না আলু শ্রমিকেরা, এই অভিযোগে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। সোমবার সংগঠনের প্রতিনিধিরা এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি দেন। অভিযোগ, হিমঘর থেকে কম আলু বেরনোয় শ্রমিকেরা কাজ পাচ্ছেন না। সংগঠনের রাজ্য সম্পাদক মধুসূদন দাস জানান, জেলায় ২২০০ শ্রমিক আলু নামানোর কাজে যুক্ত। হাতে গোনা কয়েকজন ছাড়া কাজ পাচ্ছেন না। মেদিনীপুর হিমঘর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুনীল রানা বলেন, “ভিন্ রাজ্যে আলু পাঠাতো না পারায় ব্যবসায়ীরা আলু কম নামাচ্ছেন। ফলে শ্রমিকদের আমরা কী ভাবে কাজ দেব।”
|
সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জেলা সভাধিপতি উত্তরা সিংহের সঙ্গে দেখা করল মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির প্রতিনিধি দল। সোমবার দুপুরে সভাধিপতির সঙ্গে দেখা করে পুষ্পস্তবক দেন জগবন্ধু অধিকারী, কৃষ্ণদাস পাল, প্রণব বসু, বিদ্যুৎ বসুরা। জেলায় খেলার উন্নয়নে নয়া সভাধিপতির সাহায্য চান তাঁরা। উত্তরাদেবী সব রকম সহযোগিতার আশ্বাস দেন। |
|