অবশেষে আগামী সপ্তাহে নবরূপে খুলছে গ্রেট ইস্টার্ন
বাম আমলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা গ্রেট ইস্টার্ন হোটেল খুলছে আগামী সপ্তাহে।
খোলার কথা ছিল ২০০৭-এ। সেই সময়সীমা গড়াল ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত। চলতি মাসের ১৯ তারিখে নবরূপে দ্য ললিত গ্রেট ইস্টার্ন-এর উদ্বোধন করা হবে বলে সোমবার কলকাতায় জানান হোটেল কর্তৃপক্ষ। তবে বাণিজ্যিক ভাবে হোটেল খুলতে সময় লাগবে। কারণ সব ছাড়পত্র এখনও হাতে আসেনি।
বাম আমলে সরকার পরিচালিত রুগ্ণ গ্রেট ইস্টার্ন হোটেল কিনে নেন তদানীন্তন ভারত হোটেলস-এর কর্ণধার ললিত সুরি। ৫২ কোটি টাকায় এই হোটেল কেনার কিছুদিন পরেই মারা যান সুরি। হাল ধরেন তাঁর স্ত্রী জ্যোৎস্না সুরি। এ দিন তিনি বলেন, “হোটেল চালু করতে ৭০টি ছাড়পত্র চাই। এর মধ্যে বেশ কয়েকটি এখনও পাওয়া যায়নি। তাই বাণিজ্যিক ভাবে চালু করতে কিছু সময় লাগবে।”
সিঙ্গাপুরের র‌্যাফেলস-এর আদলে তৈরি নব কলেবরের গ্রেট ইস্টার্নের জন্য খরচ ধরা হয় ১২৮ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রের খবর, সময়ের সঙ্গে সেই খরচও বেড়েছে। ঐতিহ্যশালী ভবনের সনাতন চেহারা বজায় রেখে মেশানো হয়েছে আধুনিকতার ছোঁয়া। হোটেলের পেছন দিকে তৈরি হচ্ছে হাল ফ্যাশনের কাঠামো, কারণ এই অংশটি হেরিটেজ আইনের আওতায় পড়ছে না। ২৫০টি ঘর তৈরি হওয়ার কথা। থাকছে ১২টি বিলাসবহুল সুইট। মূল প্রবেশদ্বার থাকবে ওয়াটারলু স্ট্রিটের উপর। সেখানে থাকছে ১৬০টি গাড়ির পার্কিং ব্যবস্থা। সংশ্লিষ্ট মহলের আশা, নৈশ বিনোদনের গন্তব্য হিসাবে ফের জায়গা করে নেবে হোটেলটির একদা অভিজাত ম্যাক্সিম রেস্তোরাঁও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.