টুকরো খবর
বিনিয়োগ টানতে
লগ্নি টানতে রাজ্যকে সঙ্গে নিয়ে পৃথক ‘ইনভেস্টমেন্ট সেল’ গড়তে চায় বণিকসভা ফিকি। সোমবার দুপুরে তাদের কয়েক জন সদস্য নবান্নে যান অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে দেখা করতে। ফিকি প্রেসিডেন্ট নয়না লাল কিদোয়াই জানান, বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। এ দিনই কলকাতায় ফিকির ন্যাশনাল এগ্জিকিউটিভ কমিটির বৈঠক হয়। ছিলেন কিদোয়াই, জ্যোৎস্না সুরি, সঙ্গীতা রেড্ডি, সিদ্ধার্থ বিড়লা, অর্থনীতিবিদ বিবেক দেবরায় প্রমুখ।

রফতানি বৃদ্ধি দু’বছরে সর্বোচ্চ
বিশ্ব বাজারে মন্দা কিছুটা কাটায় ভারতের রফতানি অক্টোবরে বাড়ল ১৩.৪৭%। যা গত দু’বছরে সর্বোচ্চ। রফতানির অঙ্ক ২৭২০ কোটি ডলার। আমদানি কমেছে ১৪.৫%। আমদানির পরিমাণ ৩৭৮০ কোটি ডলার। কিন্তু সরকারি সূত্রের খবর, বিপুল পরিমাণে সোনা-রুপো ও তেল আমদানির কারণে বাণিজ্য ঘাটতি সেপ্টেম্বরের ৬৭৬ কোটি ডলার থেকে বেড়ে হয়েছে ১,০৫০ কোটি।

জেভিএলের উদ্যোগ
বছর দু’য়েক আগে বন্ধ হয়ে যাওয়া হলদিয়ার দেভোগ এলাকার একটি ভোজ্য তেল কারাখানা লিজ নিল জেভিএল অয়েল রিফাইনারি। উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়াতেই এই উদ্যোগ। সোমবার নতুন ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। কাজও শুরু হয়ে যায় এ দিন। পুরনো কর্মীদের ১০১ জন কাজে যোগ দেন।

আবার চড়ছে ডলার
ফের ৭৭ পয়সা পড়ল টাকা। সোমবার মিলিয়ে টানা চার দিন। লেনদেন শেষে ডলারের দর দাঁড়াল ৬৩.২৪ টাকা। গত দু’মাসে টাকার সাপেক্ষে যা সব থেকে বেশি। বাণিজ্য ঘাটতি বৃদ্ধি ও মার্কিন মুলুকে বেকারত্বের হার কমায় সেখানে ত্রাণ প্রকল্প বন্ধের আশঙ্কা। এই দুই কারণেই টাকার দাম পড়েছে বলে ধারণা।

৩৩,০০০ কোটি লগ্নি করবে পেপসিকো
ভারতের বাজারের কথা মাথায় রেখে ব্যবসা বাড়াতে ২০২০-এর মধ্যে ৩৩ হাজার কোটি টাকা লগ্নি করবে পেপসিকো। সংস্থা চেয়ারম্যান ও সিইও ইন্দ্রা নুয়ি এ কথা জানিয়ে বলেন, ওই টাকা খরচ হবে কৃষি, পরিকাঠামো, উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে। ১৯৮৯-এ ভারতে পা রাখে এই মার্কিন সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.