ব্যতিক্রম কলকাতা।
অক্টোবরে দেশের প্রধান বড় শহরগুলির মধ্যে শিল্পে নতুন নিয়োগের সংখ্যা কমেছে শুধু এ শহরেই। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে যেখানে বেঙ্গালুরুতে নিয়োগ ৭% বেড়েছে, সেখানে কলকাতায় তা সরাসরি কমেছে ৭%। পূর্ব ভারতের সবেধন মেট্রো শহরকে পিছনে ফেলে দিয়েছে হায়দরাবাদ (৬%), মুম্বই (৩%), দিল্লি (৩%), চেন্নাই (২%) সকলেই।
গত মাসে দেশের বড় বড় শহরে চাকরির বাজার কেমন ছিল, সম্প্রতি সেই পরিসংখ্যান প্রকাশ করেছে নৌকরি ডট কম। কর্মসংস্থানে কলকাতার পিছিয়ে থাকার তথ্য উঠে এসেছে তাদেরই শাখা ‘নৌকরি জবস্পিক’-এর সমীক্ষায়। বিশেষজ্ঞদের মতে, সামগ্রিক যে-ছবি উঠে আসছে, তাতে একটি বিষয় স্পষ্ট। মূলত শিল্পের আকালের জন্যই ভুগছে কলকাতা। |
রাজ্য সরকারের জমি নীতি নিয়ে তাদের যে-উদ্বেগ রয়েছে, বারে বারেই তা স্পষ্ট করেছে শিল্পমহল। এমনকী সেই প্রসঙ্গ উঠেছে মুম্বইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শিল্পমহলের বৈঠকে। বিশেষ আর্থিক অঞ্চল নীতি কিংবা লাল ফিতের ফাঁস সংক্রান্ত সমস্যার কথাও একাধিক বার উল্লেখ করেছে তারা। অনেকেই প্রশ্ন তুলেছেন, লগ্নিই যদি না-আসে, তা হলে কাজের সুযোগ তৈরি হবে কোথায়? আর এই সমীক্ষা থেকেও স্পষ্ট হয়ে উঠেছে সেটাই।
অবশ্য ২০১২-র অক্টোবরের তুলনায় ২০১৩-য় সব বড় শহর মিলিয়ে নিয়োগ বৃদ্ধি ১১%। সেপ্টেম্বরের থেকে তা ৪% বেশি। তেল-গ্যাস (৩১%), বিমা (২৫%), টেলিকম (২০%), বিপিও (১১%), তথ্যপ্রযুক্তি ও ওষুধ (৭% করে)-সহ বিভিন্ন শিল্প-পরিষেবায় এই বৃদ্ধি রীতিমতো চোখে পড়ার মতো। আর তারই ‘ফায়দা তুলেছে’ অন্য বড় শহরগুলি। |