টুকরো খবর
খুরশিদ-দীপু মণি বৈঠক
বাংলাদেশের সঙ্গে বকেয়া স্থলসীমান্ত চুক্তিটি সংসদের আসন্ন অধিবেশনে নিয়ে আসতে বদ্ধপরিকর ভারত। সোমবার ইউরোপ-এশিয়া (আসেম) সম্মেলনের পার্শ্ব বৈঠকে বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মণিকে এই মর্মে আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। সরকারি সূত্রে বলা হয়েছে, দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বেশ কিছু বিষয় নিয়ে আজ আলোচনা হয়েছে দুই বিদেশমন্ত্রীর। বাংলাদেশে সাধারণ নির্বাচন আসন্ন। তার আগে সে দেশে হিংসা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। চট্টগ্রামের সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনাটি নিয়েও দু’জনে কথা হয়েছে বলে জানা গিয়েছে। শেখ হাসিনার বর্তমান সরকারের বিদেশমন্ত্রী হিসেবে দীপু মণির এটাই শেষ ভারত সফর। প্রসঙ্গত আজই হাসিনার মন্ত্রিসভার বেশির ভাগ সদস্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্তর্বর্তী সরকার গঠন করে নির্বাচনে যেতে চান শেখ হাসিনা। তার ঠিক আগে আজকের এই বৈঠক যে দ্বিপাক্ষিক সম্পর্কে বাড়তি মাত্রা যোগ করবে, তা মনে করছেন না অনেকেই। বিশেষত, বাংলাদেশের দীর্ঘদিনের দাবি তিস্তা এবং স্থলসীমান্ত চুক্তির রূপায়ণ নিয়ে ভারত এখনও কোনও স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারেনি। মূলত অভ্যন্তরীণ রাজনীতির চাপেই এ ব্যাপারে এগোতে পারেনি নয়াদিল্লি। আজও খুরশিদের পক্ষে কোনও সদর্থক দিশা দেখানো সম্ভব হয়নি বলে জানাচ্ছেন বিদেশ মন্ত্রকের কর্তারাই। তবে সোমবারের বৈঠকে ঢাকাকে বিদ্যুৎ সরবরাহ করা নিয়ে কথা হয়েছে দু’পক্ষের মধ্যে।

বাংলাদেশে পদত্যাগ মন্ত্রীদের
নির্বাচন তদারকির জন্য সর্বদলীয় সরকার গঠনের প্রস্তুতি শুরু করতে সোমবার পদত্যাগপত্র জমা দিলেন শেখ হাসিনা সরকারের মন্ত্রীরা। বিরোধী বিএনপি জানিয়েছে, তারা হাসিনা সরকারের নেতৃত্বাধীন সর্বদলীয় সরকারে যোগ দিচ্ছে না। সোমবার মন্ত্রীরা তারিখবিহীন পদত্যাগপত্র তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, ভোট চলাকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় যাঁরা সদস্য থাকবেন, তাঁদের পদত্যাগ কার্যকর হবে না। বাকিদের পদত্যাগপত্র নির্বাচনী দিন ক্ষণ ঘোষণার পরে গৃহীত হবে। কিন্তু বিএনপি যোগ না দিলে কী ভাবে সর্বদলীয় সরকার হবে? জবাবে ইনু বলেন, “বিএনপিকে যুক্ত করার চেষ্টা করব আমরা।”

পুরনো খবর:
হক্কানির শীর্ষ নেতা নিহত
দুই বন্দুকধারীর অতর্কিত হানায় নিহত হল হক্কানি জঙ্গি গোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা নাসিরুদ্দিন হক্কানি। সে হক্কানি গোষ্ঠীর অন্যতম নেতা জালালুদ্দিন হক্কানির বড় ছেলে বলে জানা গিয়েছে। সোমবার হক্কানি গোষ্ঠীর এক মুখপাত্র জানিয়েছে, মসজিদ থেকে বাড়ি ফেরার পথে নাসিরুদ্দিনের উপর গুলি চালায় দুই অজ্ঞাতপরিচয় আততায়ী। তার দেহ নিয়ে যাওয়া হচ্ছে উত্তর ওয়াজিরিস্তানে। সেখানেই তার শেষকৃত্য হবে। তবে ইসলামাবাদ পুলিশ এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। নাসিরুদ্দিনের বিরুদ্ধে মার্কিন সেনার উপর একাধিক হামলা এবং কাবুলের ভারতীয় দূতাবাসে হামলা চালানোর অভিযোগ ছিল।


বাংলাদেশ যেতে আর বিশেষ পাসপোর্ট নয়
দীর্ঘ ৪২ বছরের বিশেষ ‘ভারত-বাংলাদেশ পাসপোর্ট’ (আইবিপি) ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে। ১৫ নভেম্বর, শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। তবে ইতিমধ্যে যাঁদের আইবিপি দেওয়া হয়েছে, মেয়াদ শেষ না-হওয়া পর্যন্ত তাঁরা তা ব্যবহার করতে পারবেন। আইবিপি-র জন্য নতুন করে আর কোনও আবেদন নেওয়া হবে না। এখন থেকে বাংলাদেশ সফরে সাধারণ পাসপোর্টই ব্যবহার করতে হবে। গত ২৮ জানুয়ারি দু’দেশের মধ্যে ভ্রমণ সংক্রান্ত যে-চুক্তি হয়েছে, তাতেই এই সিদ্ধান্তের কথা আছে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। ১৯৭২ সালে আইবিপি চালু করা হয়েছিল। কেন্দ্র তখন পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য সরকারদের আইবিপি দেওয়ার অধিকার দিয়েছিল। আইবিপি তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা ওই সব রাজ্যকে জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.