বিরোধী বিএনপি -জামাতে ইসলামির ডাকা ৮৪ ঘণ্টার হরতাল শুরুর দিনেই নির্বাচনের দামামা বাজিয়ে দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগ। বাংলাদেশে নির্বাচন নিয়ে রাজনৈতিক সঙ্কট অব্যাহত থাকলেও আজই মনোনয়ন প্রত্যাশীদের কাছে আবেদনের ফর্ম বিক্রি শুরু করে দিলেন আওয়ামি নেতৃত্ব। ঢাক -ঢোল বাজিয়ে, বড় বড় গাড়ির বহর নিয়ে স্থানীয় পর্যায়ের নেতারা এই ফর্ম কিনে নিয়ে গিয়েছেন। দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জানিয়েছেন, “নির্ধারিত সময় জানুয়ারির মাঝামাঝির মধ্যেই বাংলাদেশে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। কোনও শক্তিই তা আটকাতে পারবে না।”
ধরপাকড় শুরুর পরে বিএনপি -জামাতের অধিকাংশ নেতাই গা -ঢাকা দেওয়ায় হরতালের প্রথম দিনে কর্মীরা ভাঙচুর -বোমাবাজিতে তেমন উৎসাহ পায়নি। অন্য বারের তুলনায় অনেক কম হরতাল -সমর্থক এ দিন রাস্তায় নেমেছিল। ইতিমধ্যেই বিএনপি -র ৫ বড় নেতাকে নাশকতায় উস্কানি দেওয়ার মামলায় গ্রেফতার করা হয়েছে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন, নাশকতায় উস্কানি দেওয়ার প্রমাণ মিললে খালেদা জিয়াকেও আটক করা হতে পারে। বিরোধী নেত্রী খালেদাকে কার্যত অন্তরীণ করা হয়েছে বিএনপি নেতৃত্বের এই দাবি উড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগির দাবি করেছেন, মানুষের ক্ষোভ থেকে রক্ষা করতেই খালেদার বাড়ির সামনে বাড়তি পুলিশ দেওয়া হয়। রবিবার দুপুরেই তা ফিরিয়ে নেওয়া হয়েছে।
ঢাকার পরিস্থিতি থমথমে থাকলেও বহু গাড়ি চলাচল করেছে। অন্য বারের মতো যত্রতত্র বোমাবাজিও বিশেষ হয়নি। ব্যাঙ্ক, অফিস ও শেয়ারবাজার ছিল খোলা। চট্টগ্রামে হরতালকারীদের তাড়া খেয়ে একটি অটোরিক্সা খাদে পড়ে যায়। মারা গিয়েছেন এক আরোহী। এ ছাড়া, পাবনা, রাজশাহি, চট্টগ্রাম ও সিলেটে সংঘর্ষে কয়েক জন আহত হয়েছে।
|