পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে কাশ্মীর নিয়ে বৈঠক করলেন বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত কনফারেন্স নেতারা। দিল্লির পাক হাইকমিশনে হুরিয়তের নরমপন্থী নেতা মিরওয়াইজ ওমর ফারুক, কট্টরপন্থী নেতা সৈয়দ আলি শাহ গিলানি ছাড়াও হাজির ছিলেন জেকেএলএফ নেতা ইয়াসিন মালিক ও দুখতারান-ই-মিল্লতের প্রতিনিধিরা। এই বৈঠক নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করেছেন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ। তাঁর দাবি, সরতাজের সঙ্গে হুরিয়তের কথা হতে দিয়ে কূটনৈতিক ভাবে বড় ভুল করেছে কেন্দ্র। তবে কেন্দ্র এ কথা মানতে রাজি নয়। হুরিয়ত নেতা মিরওয়াইজ ওমর ফারুকের বক্তব্য, “এনডিএ আমলেও এই ধরনের বৈঠক হয়েছে।”
|
আফগানিস্তানে চিনকে পাশে পেতে উদ্যোগী হল ভারত। রবিবার দিল্লিতে রাশিয়া ও চিনের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। ২০১৪ সালে আফগানিস্তান ছাড়বে মার্কিন সেনা। সে দেশে তালিবান তথা পাকিস্তানের প্রভাব বাড়া নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। তাই আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় কিছু মিত্র দেশকে পাশে চায় তারা। সম্প্রতি তুরস্কে গিয়ে এই বিষয়ে সে দেশের সরকারের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি। রবিবার এই বিষয়ে রুশ ও চিনা বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ও ওয়াং লি-র কাছে খুরশিদের দৌত্য কিছুটা সফল হয়েছে বলেই দাবি বিদেশ মন্ত্রক সূত্রের।
|
লন্ডন থেকে প্রকাশিত একটি পত্রিকার বিচারে বিশ্বের প্রথম প্রভাবশালী শিখ হলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। শনিবার প্রকাশিত এই পত্রিকায় ১০০ জন প্রভাবশালী শিখের তালিকা দেওয়া হয়েছে। সেখানেই এই সম্মান দেওয়া হয়েছে মনমোহনকে। পত্রিকাটির বিচারে বিশ্বের দ্বিতীয় প্রভাবশালী শিখ হলেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়া। |