|
|
|
|
দাঁড়ায় না দূরপাল্লার বাস, ক্ষুব্ধ রানিসায়র |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
জাতীয় সড়ক দিয়ে যাওয়া কোনও দূরপাল্লার বাস এলাকায় দাঁড়ায় না, এই অভিযোগে মহকুমাশাসকের দফতরে বিক্ষোভ দেখাল রানিসায়র ৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কমিটি। মহকুমাশাসকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেটের হাতে দাবিপত্রও দেয় তারা।
বিক্ষোভকারীরা জানান, রানিসায়র মোড়ে বিডিও, বিএলএলআরও, স্কুল পরিদর্শক, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির প্রধান অফিস, পশু কল্যাণ কেন্দ্র এবং পঞ্চায়েত সমিতি কার্যালয় রয়েছে। জাতীয় সড়কের সঙ্গে রানিগঞ্জ, জামুড়িয়া, নিমচা, অমৃতনগর, নর্থ সিহারশোল, নাগেশ্বর কোলিয়ারি যাওয়ার প্রধান সংযোগকারী মোড়। তাঁদের অভিযোগ, এখানে মিনিবাসই ভরসা। তবে তাতে সমস্যা মেটে না। কারণ দু’কিলোমিটার দূরে রানিগঞ্জ মোড়ে বড় বাস থেকে নেমে মিনি বাস বা লোকাল বাসে চেপে এলাকাবাসীকে গন্তব্যস্থলে পৌঁছতে হয়।
বিক্ষোভে ছিলেন তৃণমূল নেতা প্রকাশ মাহাতো, নেত্রী রূপা চট্টোপাধ্যায় প্রমুখ। জেকে নগরের বাসিন্দা অজিত মাহাতো বলেন, “প্রশাসনের উচিত রানিসায়র মোড়ে এক্সপ্রেস বাস দাঁড়ানোর ব্যবস্থা করা।” বিক্ষোভকারীদের আরও দাবি, জামুড়িয়া, রানিগঞ্জের মতো দু’টি পুরনো খনি শহরের প্রধান সংযোগকারী এই এলাকায় বসতি বাড়ছে। মহকুমাশাসক অমিতাভ দাস জানান, এলাকার গুরুত্বের নিরিখে দাবি অযৌক্তিক নয়। গুরুত্ব দিয়ে দেখে সমাধানের চেষ্টা হবে, আশ্বাস তাঁর। |
|
|
|
|
|