হোটেল ম্যানেজার খুনে ধৃত হোটেল মালিকের বাড়ি থেকে একটি রিভলভার উদ্ধার করল পুলিশ। গুলিবিদ্ধ হোটেল ম্যানেজারকে চিকিৎসা করাতে যে গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়িটিও আটক করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পুরুলিয়ার নামোপাড়ায় একটি হোটেলে খুন হন হোটেলের ম্যানেজার ভাস্কর চট্টোপাধ্যায়। তাঁকে চিকিৎসা করাতে সপুত্র হোটেল মালিক আশিস বন্দ্যোপাধ্যায় একটি গাড়িতে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। আশিসবাবু ও তাঁর ছেলেকে বৃহস্পতিবার গ্রেফতার করার পরে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ। শনিবার সাহেববাঁধ এলাকার একটি গ্যারেজ থেকে পুলিশ গাড়িটি আটক করে। তাঁর বাড়ি থেকে ওই রিভলভারটি উদ্ধার করা হয়। শনিবার আশিসকে নিয়ে তদন্তকারী পুলিশকর্মীরা ওই হোটেলে গিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চালানো হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “ঘটনাস্থল থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। ধৃতের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল কি না তা পরীক্ষা করে দেখা হবে। আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।” তবে এই ঘটনায় আরও দু’জন এখনও অধরা রয়েছে। এ দিন আশিস ও তার ছেলেকে আদালতে তোলা হলে বিচারক ১১ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। |