পড়শি খুনে গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
পড়শিকে লাঠি দিয়ে পিটিয়ে মারার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। মানবাজার থানার মানগোবিন্দপুর গ্রামের ঘটনা। ওই গ্রামের ধীরেন্দ্রনাথ মাহাতো (৪০) নামের এক ব্যক্তিকে পড়শিরা ৩০ অক্টোবর দুপুরে মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে টাটায় স্থানান্তরিত কর করা হয়। ৬ নভেম্বর সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী ফুলমণি মাহাতো মানবাজার থানায় স্বামীকে পিটিয়ে খুন করার অভিযোগ দায়ের করেন। শনিবার রাতে সেই অভিযোগের ভিত্তিতে মানগোবিন্দপুরের বাসিন্দা মানিক মাহাতো ও খেপু মাহাতো নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ধৃতদের আত্মীয়দের পাল্টা অভিযোগ, মানিকের বাড়ির এক মহিলার সঙ্গে ধীরেন্দ্রনাথ অভব্য আচরণ করেছিলেন। তা নিয়েই বচসা হয়। এলাকায় ধীরেনের বিরুদ্ধে একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে।
|
বোরোয় ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বোরো |
জাগরণ সরেন ও বনমালি হাঁসদা স্মৃতি শিল্ডের ৩০তম ফুটবল প্রতিযোগিতা হল শনিবার ও রবিবার। বোরো থানার বসন্তপুর বি এস পি ক্লাবের পরিচালনায় মহিলাদের আটটি ও পুরুষদের ১৬টি দল যোগ দিয়েছিল। রবিবার ফাইনাল ম্যাচে মহিলাদের বিভাগে কুটনি গ্রামের মানবাজার ২ অ্যাথলেটিক ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে ঘুসিকজোড়া পিজিকেএন মার্শাল গাঁওতাকে পরাজিত করে। পুরুষদের বিভাগে বলরামপুরের রয়েল ক্লাব টাইব্রেকারে ৪-৩ গোলে দক্ষিণ মশিয়াড়া গ্রামের জেএমপিএল ক্লাবকে পরাজিত করে। পুরষ্কার বিতরণী সভায় জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতো, মানবাজারের বিধায়ক সন্ধ্যারানি টুডু প্রমুখ উপস্থিত ছিলেন।
|
বড়জোড়ায় অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
বড়জোড়া ফুটবল ময়দানে শুক্রবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হল। আয়োজন করেছিল ‘বড়জোড়া রাজ ক্লাব’। স্থানীয় শিল্পীরা ছাড়াও গান পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী, জেলাশাসক বিজয় ভারতী প্রমুখ। ক্লাবের যুগ্ম সম্পাদক রাজেশ চন্দ ও সোমনাথ কর জানান, ক্লাবের তরফে হাটআশুরিয়ার এক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর এক বছরের চিকিৎসার খরচ তাঁরা নিয়েছেন।
|
চ্যাম্পিয়ন হাট্টগ্রাম
নিজস্ব সংবাদদাতা • ইঁদপুর |
একদিনের নক আউট ফুটবল প্রতিযোগিতা হল শুক্রবার ইঁদপুরের ভেদুয়াশোল হাইস্কুল মাঠে। উদ্যোক্তা ইঁদপুর পঞ্চায়েত সমিতি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় হাট্টগ্রাম অঞ্চল একাদশ। ফাইনালে তারা ব্রজরাজপুর অঞ্চল একাদশকে টাইব্রেকারে ১-০ গোলে হারায়। ৭টি দল যোগ দিয়েছিল।
|
পরিবেশকর্মীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
গন্ধেশ্বরী নদী সংস্কারের দাবিতে দীর্ঘ আন্দোলনে যুক্ত পরিবেশকর্মী দেবী পালিতের মৃত্যু হল শনিবার। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বাঁকুড়া পুরসভার এই প্রাক্তন কাউন্সিলর পরে ‘গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটি’ গড়ে শহরের মৃতপ্রায় এই নদীটিকে বাঁচাতে আন্দোলন শুরু করেন। |