টুকরো খবর
পৌষ উৎসব নিয়ে বৈঠক শান্তিনিকেতনে
আগামী ২৩ ডিসেম্বর শুরু হচ্ছে শান্তিনিকেতন ট্রাস্ট পরিচালিত ১১৯তম পৌষ উৎসব। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের পৌরোহিত্যে চিনা ভবনে একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন শান্তিনিকেতন ট্রাস্টের সাম্মানিক সম্পাদক অনিল কোনার, বিশ্বভারতী কর্মী পরিষদের কর্মকর্তা-সহ আরও অনেকে। এই মেলায় স্টল দেওয়ার জন্য আগামী ১৩ নভেম্বর থেকে বুকিং শুরু হচ্ছে। হস্ত ও কুটির শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ওই ট্রাস্টের সাম্মানিক সম্পাদক অনিল কোনার বলেন, “ইতিমধ্যে বাংলাদেশ থেকে ১০টি স্টল দেওয়ার আবেদন এসেছে। এ ব্যাপারে কলকাতায় ওই দেশের ডেপুটি হাইকমিশনের সঙ্গে কথা হয়েছে। পাশাপাশি এ দেশের বেশ কিছু হস্ত ও কুটির শিল্পের স্টলের জন্যও আবেদন এসেছে।” কর্মী পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যাপিকা অরুণা মুখোপাধ্যায় ও সৌগত সামন্ত বলেন, “এই উৎসব সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য গত বার ১৫টি উপসমিতি ছিল। এ বার দু’টি উপসমিতিকে বাদ দেওয়া হয়েছে। নামেও বদল আনা হয়েছে।” উপসমিতি গঠনের পাশাপাশি এই উৎসবকে সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য উপাচার্যের নির্দেশে এবং বিশ্বভারতীর মিডিয়া ইন্টারফেস কমিটির চেয়ারপার্সন অধ্যাপিকা সবুজকলি সেনের নেতৃত্বে একটি আউটসোর্সিং কমিটি গঠন করা হয়েছে।

কলেজ ছাত্রীকে গুলি, ধৃতের জেল-হাজত

উদ্ধার হওয়া অস্ত্র। —নিজস্ব চিত্র।
এক কলেজ ছাত্রীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ৩ নভেম্বর সন্ধ্যায় রামপুরহাটের ১৩ নম্বর ওয়ার্ডের সারদাপল্লি এলাকায় ওই ঘটনার পর থেকে ওই ওয়ার্ডের ধর্মরাজতলা পাড়ার বাসিন্দা অভিযুক্ত যুবক সমর দাস ফেরার ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পুরসভার চালধোয়ানী পাড়া থেকে ওই যুবককে তার দিদির বাড়ি থেকে আটক করে। পুলিশের দাবি, জেরায় ওই যুবক গুলি করার কথা স্বীকার করে এবং নাইন এম এম পিস্তলটি কোথায় সে রেখেছিল, তা পুলিশকে দেখিয়ে দেয়। পরে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে শুক্রবার রামপুরহাট আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। তদন্তে পুলিশ জানতে পারে, প্রেমে প্রত্যাখান হয়ে সমর ওই দিন সন্ধ্যায় ছাত্রীটি যখন টিভি দেখছিল তখন জানলার বাইরে থেকে সে একটি গুলি করে। গুলিটি ছাত্রীটির কাঁধ ছুঁয়ে চলে যায়।

গণধর্ষণের অভিযোগে গ্রেফতার আরও তিন
আদিবাসী যুবতীকে ‘গণধর্ষণে’র ঘটনায় শুক্রবার আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করল সিউড়ি থানার পুলিশ। ধৃত শিবলাল হেমব্রম, নিতাই হেমব্রম ও রাবন হাঁসদাকে এ দিন সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, সোমবার রাতের সিউড়ি থানা এলাকার একটি গ্রামের ঘটনা। গ্রামেরই এক বিধবার সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক রয়েছে, এই অভিযোগ তুলে আদিবাসী গ্রামে বসেছিল সালিশি সভা। অভিযোগ, ওই সভায় আদিবাসী মহিলাকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। সেই টাকা দিতে না পারায় ওই মহিলার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ ওঠে গ্রামেরই নয় যুবকের বিরুদ্ধে। আগেই ধরা পড়েছিল জগন্নাথ কিস্কু নামে এক অভিযুক্ত।

পুরনো খবর:

আলু ভর্তি ট্রাক আটক
আলু ভর্তি ৫টি ট্রাক আটকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত অভিযান চালিয়ে মহম্মদবাজারের শেওড়াকুড়ি মোড় থেকে ট্রাকগুলি আটক করা হয়েছে। পুলিশ জানায়, চালক ও খালাসিদের আটক করা হয়েছে। স্থানীয় বিডিওকে জানানো হয়েছে। জেলাশাসক ও কৃষি দফতরের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহম্মদবাজারের বিডিও সুমন বিশ্বাস। তৃণমূলের ব্লক কার্যকরি সভাপতি তাপস সিংহের দাবি, “সরকারি নির্দেশ অমান্য করে শেওড়াকুড়ি হয়ে দুমকার দিকে আলু যাচ্ছে বলে আমাদের কাছে খবর ছিল। সেই মতো বৃহস্পতিবার রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালানো হয়। সাতটির মধ্যে দু’টি ট্রাক দুমকার দিকে চলে যায়।”

পুরনো খবর:

স্মারকলিপি
দেড়িয়াপুর পঞ্চায়েতের দেড়িয়াপুর ও বাগডোলা সংসদে ১০০ দিনের কাজ প্রকল্প-সহ অধিকাংশ উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে গিয়েছে। এমনই অভিযোগ তুলে বৃহস্পতিবার পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি দেন এলাকার লোকজন। স্মারকলিপিতে তাঁরা ১১ দফা দাবি উল্লেখ করেছেন।

রেণু-খুন মামলায় স্থগিত জেরা
অসুস্থতার জন্য অনুপস্থিত তদন্তকারী অফিসার। উপস্থিত থাকতে পারেননি অন্যতম অভিযুক্তের আইনজীবীও। শুক্রবার তারই জেরে রেণু সরকার খুনের মামলায় তদন্তকারী অফিসারের জেরা স্থগিত করলেন বোলপুরের অতিরিক্ত জেলা জজ মানস বসু। সরকারি আইনজীবী তপনকুমার দে বলেন, “তদন্তকারী অফিসার দেবাশিস ঘোষকে বিচারক ২৬ নভেম্বর হাজির হতে নির্দেশ দিয়েছেন।” ২০১২-র ১৩ জানুয়ারি খুন হন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রেণু সরকার (৭৮)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.