|
|
|
|
সুয়োকা অনিশ্চিত ডার্বিতে, ওডাফা নামছেন রবিবার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মরসুমের প্রথম ডার্বিতে অনিশ্চিত সুয়োকা রিউজি। ওডাফা ওকোলিকে অবশ্য ২৪ নভেম্বর মাঠে নামাচ্ছেনই করিম বেঞ্চারিফা। সঙ্গে এরিক মুরান্ডাকেও।
আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচের জন্য আই লিগ অপাতত বন্ধ। তারপরই ডার্বি।
তার আগে ফালোপার ওপর ক্রমশই আস্থা হারিয়ে ফেলছেন লাল-হলুদ কর্তারা। কিন্তু এখনও তাঁরা চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি। না নেওয়ার অন্যতম কারণ অবশ্যই ডার্বি। আজ শুক্রবার বিকেলে ব্রাজিলিয়ান কোচের সঙ্গে আলোচনায় বসার কথা ইস্টবেঙ্গল ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্যর। সেখানেই হয়তো ফালোপাকে ঘুরিয়ে ‘হলুদ কার্ড’ দেখানো হবে। বৃহস্পতিবার সন্তোষবাবু বলেই দিলেন, “এত ভাল টিম করেছি আমরা, কিন্তু সাফল্য পাচ্ছি না কেন? সেটাই কোচের কাছে জানতে চাইব। দেখা যাক উনি কী বলেন।” কিন্তু ডার্বি ম্যাচে কোনও অঘটন ঘটলে ফালোপা কি থাকবেন? “এখনও পর্যন্ত আমরা কোচের পাশে আছি। পরে কী হবে তা জানি না।” ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন লাল-হলুদের ফুটবল সচিব।
কিন্তু মাঝমাঠে ফালোপার সেরা অস্ত্র সুয়োকাই তো অনিশ্চিত। দীর্ঘ দিন চোট নিয়ে বসে থাকা জাপানি মিডিও অবশ্য বললেন, “প্র্যাকটিস শুরু করেছি। ডার্বিতে খেলতে চাই।” সুয়োকা চাইলেও তার ওপর আস্থা রাখতে পারছেন না ক্লাব-কর্তারা। ফুটবল সচিবই বললেন, “সুয়োকার হাঁটুতে যা চোট মনে হয় এই ডার্বিতে পারবে না।’’ ফালোপা অবশ্য মাঝমাঠ থেকে চিডি-মোগাদের বল জোগানোর জন্য সুয়োকাকে দারুণ ভাবে টিমে চাইছেন বলে খবর।
কোচের ব্যর্থতায় হতাশ হওয়ার পাশাপাশি ইস্টবেঙ্গল কর্তারা বিরক্ত ফিজিক্যাল ইন্সট্রাকটর ও গোলকিপার কোচ আমেরিকো ফালোপাকে নিয়েও। প্রায় দশ দিন হয়ে গেল ময়দানের ‘বাবাই’ অসুস্থ হয়ে বিছানায়। তাঁর কোমরে চোট। নিজেদের পারফরম্যান্সের ধারে কাছেই নেই দলের দুই তারকা স্ট্রাইকার চিডি-মোগা। দু’জনেই আনফিট। আমেরিকো থাকা সত্ত্বেও কেন এ রকম হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ইস্টবেঙ্গলেই।
সুয়োকা খেলবেন কি না তা নিয়ে সংশয় থাকলেও ডার্বিতে ওকোলি ওডাফা নামছেনই। তিনি বল পায়ে অনুশীলন করছেন নিয়মিত। ওডাফা যাতে ম্যাচ ফিট হয়ে উঠতে পারেন সে জন্য কলকাতা লিগকে বেছে নিচ্ছেন করিম। পুরো না হোক রবিবার ‘ছোট মোহনবাগান’ ভবানীপুরের বিরুদ্ধে ওডাফাকে কিছুক্ষণ খেলানোর কথা ঘুরছে মোহন কোচের মাথায়। ডার্বির আগে কলকাতা লিগের তিনটি ম্যাচ পাচ্ছেন তিনি। ফালোপার অবশ্য সমস্যা রয়েছে কলকাতা লিগেও। সুয়োকাকে তিনি সেখানে আদৌ খেলাতে পারবেন কি না তা নিয়ে ব্রাজিলীয় কোচ নিজেই সংশয়ে। জাতীয় শিবিরে চলে যাওয়ায় ইস্টবেঙ্গল পাবে না মেহতাব হোসেন, অর্ণব মণ্ডল, রাজু গায়কোয়াড়, লালরিন্দিকার মতো ফুটবলারকে। সেখানে করিম পাবেন না শুধু আইবরকে। |
পুরনো খবর: ডিফেন্স সংগঠনের ভুলে আবার ডুবল ইস্টবেঙ্গল |
|
|
|
|
|