টুকরো খবর |
ব্যাডমিন্টনে বর্ধমানের দল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
উত্তর ২৪ পরগনার বরানগরে আন্তঃজেলা বয়স ভিত্তিক ব্যাডমিন্টনে যোগ দিয়ে তিন বিভাগে ১৯ জনের দল পাঠাচ্ছে বর্ধমান। প্রতিযোগিতা চলবে ৯ থেকে ১১ অক্টোবর। এর আগে দুর্গাপুরের সিএমইআরআই ক্লাবে অনুষ্ঠিত ছেলেদের অনূর্ধ্ব ১৪ আন্তঃমহকুমা বাডমিন্টনে খেতাব জিতেছিল সৌম্যদীপ গড়াই। রানার্স হয় পার্থসারথী মিশ্র। অনূর্ধ্ব ১৭ বিভাগে অরিজিত দাস চ্যাম্পিয়ন ও আদর্শ চট্টোপাধ্যায় রানার্স হয়। অনূধর্ব ১৭ মেয়েদের বিভাগে প্রায়সিনী গঙ্গোপাধ্যায় চ্যাম্পিয়ন ও ইদ্রানী চট্টোপাধ্যায় রানার্স হয়। অনূর্ধ্ব১৯ ছেলেদের বিভাগে বিশ্বরূপ চক্রবর্তী চ্যাম্পিয়ন ও অর্ণব রায়চৌধুরী রানার্স হয়।
|
প্রত্যয়ের সোনা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ফের সোনা পেল বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য। কলকাতার সুভাষ সরোবরে আন্তঃজেলা স্কুল সাঁতারে এবং অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিভাগে বুধবার ৪০০ মিটার ফ্রিস্টাইল ও ২০০ মিটার মিডলেতে সোনা পাওয়ার পরে প্রত্যয় বৃহস্পতিবার ৪০০ মিটার মিডলেতে ফের সোনা জিতেছে।
|
শুরু স্কুল ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
শুরু হল ৫৯তম আন্তঃজেলা অনূর্ধ্ব ১৭ স্কুল ফুটবল। বর্ধমানের স্পন্দন মাঠে বৃহস্পতিবার থেকে এই ফুটবল শুরু হল। যোগ দিয়েছে আটটি জেলা দল। প্রথম দিন নদিয়া ২-০ গোলে বর্ধমানকে হারিয়েছে। গোল করেছে উত্তম বারুই ও সোমেন দত্ত। ফুটবলে কিক করে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। আন্তঃজেলা অনূর্ধ্ব ১৯ ছেলে ও মেয়েদের স্কুল ভলিবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ, শুক্রবার থেকে। তাতে যোগ দিচ্ছে ১৫টি দল।
|
প্রতিযোগিতা শুরু
নিজস্ব সংবাদদাতা • কামাখ্যাগুড়ি |
ক্রীড়া দফতরের উদ্যোগে অনুর্ধ্ব ১৯ প্রি রেঞ্জার্স রাজ্য পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা আজ, শুক্রবার শুরু হচ্ছে। কামাখ্যাগুড়ি হাইস্কুলের মাঠে যুগ্ম সম্পাদক অনিল তালুকদার জানান, রাজ্যের ৮টি জেলার বিভিন্ন স্কুল এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে। চলবে রবিবার পর্যন্ত।
|
বাংলার বিরুদ্ধে সেঞ্চুরি বিনীতের |
বিনীত সাক্সেনার অপরাজিত ১১০ রানের উপর ভর করে বাংলার বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিন ২২২-৬ শেষ করল রাজস্থান। শতরানের ইনিংসে ১৪টি বাউন্ডারি মারেন বিনীত। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল। শূন্য রানে গ্যালারিতে ফিরতে হয় রাজস্থানের ওপেনার সৌরভ চৌহানকে। এর পর বিনীত-রবিনের ৯৬ রানের পার্টনারশিপে প্রাণ ফিরে পায় রাজস্থান। কিন্তু রবিনকে আউট করে জুটি ভাঙেন সৌরাশিস লাহিড়ী। বেশি রান পাননি মেনারিয়া (৪) ও কানিতকর (৭)। দিনের শেষ দিকে দিশান্ত ইয়াগনিককে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তোলেন সৌরাশিস।
|
হকিতে পাকিস্তানের কাছে হার |
এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতকে ৫-৪ হারাল পাকিস্তান। প্রথমার্ধের শুরুতেই আব্দুল হাসিম খানের গোলে ১-০ এগোয় পাকিস্তান। জবাবে গুরজিন্দর সিংহ ও রোহিদাসের গোলে ২-১ এগোয় ভারত। কিন্তু বিরতির আগে পেনাল্টি কর্নার থেকে মহম্মদ ইমরান গোল করে ২-২ করেন। দ্বিতীয়ার্ধের প্রতি মিনিটেই ম্যাচের ছবি পাল্টাতে থাকে। শেষ পর্যন্ত মহম্মদ রিজওয়ানের গোলে ৫-৪ জয় পায় পাকিস্তান।
|
আনন্দের টিমে লেকো |
বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে হাঙ্গারির গ্র্যান্ডমাস্টার পিটার লেকোকে নিজের টিমে নিলেন বিশ্বনাথন আনন্দ। এ ছাড়াও ভারতীয় গ্র্যান্ডমাস্টারের টিমে আছেন সন্দীপন চন্দ, কৃষ্ণণ শশীকিরণ ও রাদোস্লাভ ওয়াজতাসেক। আনন্দ টিম ঘোষণা করে দিলেও, চমকপ্রদ ভাবে তাঁর প্রতিপক্ষ ম্যাগনাস কার্লসেন নিজের টিম নিয়ে রহস্য বজায় রাখলেন। “বিশ্ব চ্যাম্পিয়নশিপের দল আমি এখনই বলব না,” বলেন কার্লসেন।
পুরনো খবর: আনন্দের শহর কার্লসেনের কাছে ‘হোম’
|
শ্রীসন্তকে জেরা |
আইপিএল গড়াপেটা কেলেঙ্কারির তদন্তে সুপ্রিম কোর্টের তৈরি করা তিন সদস্যের কমিটি কয়েক দিনের মধ্যেই জিজ্ঞাসাবাদ করবে শ্রীসন্তকে। এই কমিটির শীর্ষে রয়েছেন হরিয়ানা ও পঞ্জাব হাই কোর্টের প্রধান বিচারপতি মুকুল মুদগল। কমিটি আবার আলোচনায় বসতে চলেছে ১৫, ১৬ ও ১৭ নভেম্বর। যার পর শ্রীসন্তকে জিজ্ঞাসাবাদ করা হবে। শ্রীসন্ত ছাড়াও অঙ্কিত চহ্বাণ, বিন্দু দারা সিংহকেও জিজ্ঞাসাবাদ করা হবে।
|
সন্তোষ ট্রফি জানুয়ারির শেষে |
পিছিয়ে গেল সন্তোষ। বৃহস্পতিবার আই এফ এ-র কাছে যে সূচি পাঠিয়েছে ফেডারেশন সেখানে বিশ্বজিৎ-শিশির দে-র টিম নিয়ে খেলতে যেতে হবে সিকিমে। মূল পর্ব হবে সামনের বছর ১৬ ফেব্রুয়ারি থেকে ১ মাচ শিলিগুড়িতে। ফেড কাপ পিছিয়ে যাচ্ছে। শুরু হবে ১৫ জানুয়ারি। |
|