টুকরো খবর |
আনন্দের শহর কার্লসেনের কাছে ‘হোম’ |
প্রথম বার ভারতের মাটিতে বিশ্ব দাবার খেতাবি লড়াইয়ের আনুষ্ঠানিক সূচনা বৃহস্পতিবার। চেন্নাইয়ের নেহরু ইন্ডোর স্টেডিয়ামে দাবা দুনিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের উদ্বোধন করবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। তার পর বারো গেমের ড্র। দুই প্রতিপক্ষের কে প্রথম গেম সাদা ঘুঁটিতে খেলবেন? কে কালো ঘুঁটিতে? প্রথম গেম অবশ্য আরও দু’দিন পর শনিবার। প্রতি দু’গেম অন্তর এক দিন বিরতি। ২৬ নভেম্বর শেষ গেমের পরে চ্যাম্পিয়ন বাছতে যদি টাইব্রেকের দরকার পড়ে, তা হলে সেটা হবে ২৮ তারিখ। তবে ফিডে এ বার নতুন ‘ইল ক্লজ’ রাখায় কোনও দাবাড়ু ন্যায্য শারীরিক কারণ দেখিয়ে খেতাবি লড়াইয়ের যে কোনও সময় দু’দিন বিশ্রাম নিতে পারেন। সেক্ষেত্রে ম্যাচ আরও বেশি দিন গড়ানোর সম্ভাবনা। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের দুই প্রতিপক্ষের মধ্যে এক জন অবশ্যই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। চেন্নাইয়ে নিজের বাড়ির থেকে মাত্র তিন কিলোমিটার দূরে বসে তিনি নরওয়ের ম্যাগনাস কার্লসেনের চ্যালেঞ্জের মোকাবিলা করবেন। তবে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর কার্লসেন দাবি করেছেন, চেন্নাইয়ে তাঁর মনে হচ্ছে, হোম ম্যাচ খেলবেন। এমনকী তাঁর হোটেল কর্তৃপক্ষও বলছেন, কার্লসেন গত সোমবার চেন্নাইয়ে পৌঁছনো ইস্তক যত পারছেন ভারতীয় খাবার খাচ্ছেন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছেন। আনন্দের বিশ্ব খেতাবি লড়াইয়ের সঙ্গে বাংলার দাবারও সম্পর্ক থাকছে। কারণ, তাঁর সেকেন্ড-দের মধ্যে দু’জন বাংলার দাবাড়ু সূর্যশেখর গঙ্গোপাধ্যায় আর সন্দীপন চন্দ।
|
হেরে বিপাকে লি-রা |
গ্রুপের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে এটিপি ওয়ার্ল্ড ফাইনালসের ডাবলস সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন করে তুললেন লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি। সপ্তম বাছাই লি-রা এ দিন স্ট্রেট সেটে ৪-৬, ৬-৭ (৫-৭) হারেন মারারো-ভার্দাস্কোর কাছে। যে টুর্নামেন্টে দুই প্রতিদ্বন্দ্বীর পয়েন্ট সমান হলে শেষ চারে ওঠার জন্য গেম এমনকী ম্যাচে জেতা পয়েন্টের সংখ্যাও বিচার্য। |
লড়াই ব্যর্থ হল লিয়েন্ডারের। ছবি: এএফপি। |
ফলে শেষ ম্যাচে লিয়েন্ডারদের শুধু গ্রানোলার্স-লোপেজ জুড়িকে হারালেই চলবে না, বড় ব্যবধানে হারাতে হবে। গ্রুপের প্রথম দুই জুটি শেষ চারে যাবে। এ দিকে, গতকাল সিঙ্গলসের গ্রুপে মহাম্যাচে জকোভিচ ৬-৪, ৬-৭ (২-৭), ৬-২ হারান ফেডেরারকে। পাঁচ দিন আগেই প্যারিস মাস্টার্সেও নির্ণায়ক তৃতীয় সেটে জোকারের কাছে হেরেছিলেন ফেড এক্স।
|
বাংলার আজ রঞ্জি অভিযান |
প্রথম ম্যাচ ইডেনে বরোদার সঙ্গে বৃষ্টিতে পুরো ভেস্তে গিয়েছে। চার দিনে এক বলও খেলা হয়নি। ফলে লক্ষ্মীরতন শুক্লর বাংলা বৃহস্পতিবারই এ বারের রঞ্জি অভিযান শুরু করছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে। হরিয়ানার অজয় জাডেজার মতো রাজস্থানের নেতৃত্বেও এক বর্ষীয়ান, প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার হৃষিকেশ কানিতকর। প্রথম ম্যাচে সৌরাষ্ট্রের কাছে ইনিংসে হারায় মানসিক ভাবে তাঁর দলের খারাপ জায়গায় থাকার সম্ভাবনা। তার উপর বছরের এই সময় জয়পুরের পিচ সিমার সহায়ক থাকে। ফলে অশোক দিন্দা আর শিবশঙ্কর পালের সঙ্গে তৃতীয় পেসার হিসাবে মনোজিৎ ঘোষের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটতে পারে বলে বাংলা শিবির সূত্রের খবর। একমাত্র স্পিনার হতে পারেন, ব্যাটের হাতও ভাল থাকা সৌরাশিস লাহিড়ী। আহত মনোজ তিওয়ারির অনুপস্থিতিতে ব্যাটিং স্বভাবতই ঋদ্ধিমান সাহা-র উপর নির্ভরশীল। রাজস্থান তাকিয়ে থাকবে কানিতকরের বিশাল অভিজ্ঞতা ছাড়াও অশোক মেনারিয়া, বিনীত সাক্সেনার মতো তরুণদের ফর্মের দিকে।
|
বকেয়া নিয়ে কঠোর ফেডারেশন |
ফুটবলারদের বকেয়া পেমেন্ট নিয়ে কড়া সিদ্ধান্ত ফেডারেশন। বুধবার দিল্লিতে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সাত ফুটবলারকে বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য। এদের মধ্যে রয়েছেন গত মরসুমে সবুজ-মেরুন জার্সি গায়ে খেলা বিশ্বজিৎ সাহা, মণীশ মৈথানি, রাকেশ মাসি, অরিন্দম ভট্টাচার্যরা। এর আগে গত ১৩ সেপ্টেম্বর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠকে ফুটবলারদের বকেয়া পেমেন্ট সংক্রান্ত ব্যাপারে মোহনবাগানকে নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগানের তরফে তাঁর কোনও জবাব ফেডারেশন দফতরে যায়নি। যদিও এ ব্যাপারে মোহনবাগানের কোনও সরকারি বক্তব্য পাওয়া যায়নি। এ দিকে গত মরসুমে বকেয়া নিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফেডারেশনের কাছে নালিশ জানিয়েছিলেন রাজু গায়কোয়াড়। তার ভিত্তিতে আগামী দু’সপ্তাহের মধ্যে রাজুকে বেতন সংক্রান্ত নথিপত্র ফেডারেশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলো খতিয়ে দেখার পর ইস্টবেঙ্গলকে বেতন মেটানোর ব্যাপারে নির্দেশ দেওয়া হবে বলে খবর ফেডারেশন সূত্রে।
|
অ্যাসেজের গোড়া থেকেই ওয়াটসন |
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিল, শেন ওয়াটসনের চোট গুরুতর নয়। ২১ নভেম্বর ব্রিসবেনে অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টের জন্যই বিবেচিত হতে পারেন। মাইকেল ক্লার্কের দলের প্রধান অলরাউন্ডারের হ্যামস্ট্রিং চোটে আসলে সামান্য পেশি সংকোচন ঘটেছে বলে খবর। ইংল্যান্ডের থেকে অ্যাসেজ পুনরুদ্ধারের লড়াইয়ে যে খবর অস্ট্রেলীয় শিবিরে জোর বাড়াতে পারে। |
|