জোড়া গোলে ফের ছন্দে মেসি
মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে মায়ের হাতের রান্না খেয়েছিলেন। সেটাই কি তুক হয়ে কাটিয়ে দিয়ে গেল চার ম্যাচের গোল-খরা? রহস্য যা-ই হোক, এসি মিলানের সঙ্গে জোড়া গোল করে আবার চেনা মেজাজে লিওনেল মেসি। যার সুবাদে মিলানকে ঘরের মাঠে ৩-১ হারিয়ে শেষ ষোলোয় পৌঁছোল বার্সেলোনা।
প্রথমার্ধের ৩০ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে বার্সাকে ১-০ এগিয়ে দেন মেসি। তার কিছুক্ষণ পরেই সের্জিও বুস্কেতসের গোলে ব্যবধান বাড়ায় জেরার্ডো মার্টিনোর দল। কিন্তু বিরতির আগে জেরার্ড পিকের আত্মঘাতী গোলে ২-১ করে মিলান। দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনার জন্য জয় নিশ্চিত করেন মেসি। হেরে গ্রুপ এইচে দ্বিতীয় স্থানে থাকল মিলান। এ দিকে, এলএম টেনের প্রশংসায় পঞ্চমুখ মার্টিনো ম্যাচের শেষে বলেন, “মেসি জোড়া গোল করায় আমি খুব খুশি। আজ ও অসাধারণ ফুটবল উপহার দিল।” শুধু মাত্র মার্টিনো নন। মহাতারকার প্রশংসা করে সতীর্থ ফাব্রেগাসও বলেছেন, “মেসি ভাল খেললে আর ভাবতে হয় না। নতুন করে ওর তারিফ করার কিছু নেই।”

নির্ভুল নিশানা। ন্যু কাম্পে মেসির গোল। ছবি: এএফপি।
মিলানের সঙ্গে জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগে নিজের গোলের সংখ্যা ৬৫তে নিয়ে গেলেন মেসি। আর মাত্র ছ’গোল করতে পারলেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রাউলকে ছুঁয়ে ফেলবেন তিনি। একই সঙ্গে চব্বিশ ঘণ্টা আগে চ্যাম্পিয়ন্স লিগে তাঁর গোলের রেকর্ড ভাঙা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও কি একটা জবাব পাঠালেন বার্সার মহাতারকা?
এ দিন আবার অ্যারন র্যামসির গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে ১-০ হারাল আর্সেনাল। ম্যাচ শেষে আর্সেন ওয়েঙ্গার বলেন, “ডর্টমুন্ডের মাঠে খেলা খুবই কঠিন। ওদের দলে প্রতিভার অভাব নেই। এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে তিন পয়েন্ট পেয়ে আমরা খুব খুশি।” এই জয়ের সৌজন্যে গ্রুপ এফ-এ শীর্ষে থাকলেন মেসুট ওজিলরা।
আর্সেনালের মতো জয়ের মুখ দেখল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী চেলসিও। স্ট্যামফোর্ড ব্রিজে শালকে-কে ৩-০ হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা বজায় রাখল হোসে মোরিনহোর দল। প্রথমার্ধের শুরুতেই গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে চেলসিকে ১-০ এগিয়ে দেন তারকা স্ট্রাইকার এটো। দ্বিতীয়ার্ধে আবার সেই এটোর দ্বিতীয় গোলেই ২-০ এগিয়ে যায় হোসে মোরিনহোর দল। এর পর পরিবর্ত ডেম্বা বা-র গোলে জয় নিশ্চিত করে চেলসি। ম্যাচ শেষে মোরিনহো বলেন, “এ রকম খেলাই আশা করি দলের থেকে। জেতার ফলে শেষ ষোলোর ছবিটা আরও পরিষ্কার হল।” কিন্তু চেলসির দাপুটে জয়ের সঙ্গেই মিশে থাকল বিতর্কও। তরুণ তারকা এডেন হ্যাজার্ডকে প্রথম দল থেকে বাদ দেওয়ার জন্য আবার প্রশ্নের মুখে পড়েন মোরিনহো। যদিও ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে হ্যাজার্ডকে বাদ দেওয়ার কারণ প্রকাশ্যে জনিয়ে দিয়েছেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’। মোরিনহো বলেন, “হ্যাজার্ড ট্রেন মিস করায় সময়ে অনুশীলনে পৌঁছোতে পারেনি। সে জন্যই ওকে বাদ দিতে বাধ্য হই।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.