সচিন মুখোশ নিয়ে ঝামেলা কিছুতেই মিটছে না। মহানায়ক মাঠে নামবেন আর ইডেন ভরে যাবে সত্তর হাজার সচিনে। এই পরিকল্পনা থেকে সিএবিকে টেস্টের প্রথম দিন পিছু হটতে হয়েছিল বোর্ডের স্পনসর স্টার স্পোর্টসের আপত্তিতে। তাঁদের সংস্থার লোগো না থাকায় আপত্তি তুলেছিল সংস্থাটি। দ্বিতীয় দিন সচিন নামতে সেই সংস্থারই উপরমহলের নির্দেশ আসে সচিন-মুখোশ বিলি করার। সেই মতো ইডেনের ‘বি’, ‘সি’, ‘এল’ ব্লকে দর্শকদের মুখোশ দেওয়া শুরু করতেই বিপত্তি। পর্যাপ্ত পরিমাণে মুখোশ না থাকায় সব দর্শককে তা বিলি করা যায়নি। বঞ্চিত দর্শকরা তখন বিক্ষোভ দেখাতে শুরু করেন। সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলেন, “দর্শকদের যেহেতু আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাই সচিন মুখোশ আমরাই বিলি করব।”
২৪ বল খেলে সচিন আউট হতেই স্টার স্পোর্টসের মুম্বই অফিস থেকেই ফের নির্দেশ আসে বিলি করা সব মুখোশ ফেরত নেওয়ার। তাতে ঝামেলা আরও বাড়ে। যাঁরা মুখোশ পাননি তাঁদের সঙ্গে এ বার বিক্ষোভে যোগ দেন যাঁদের মুখোশ দিয়েও ফেরত নিয়ে নেওয়া হয়েছে তাঁরাও। ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ সিএবি কর্তারা। এই নিয়ে সন্ধে পর্যন্ত দু’পক্ষের চাপান-উতোর চলে। শেষে এ দিন রাতে ঠিক হয় স্টার স্পোর্টসকে দেওয়া সব মুখোশ সিএবি ফেরত নিয়ে নেবে। দর্শকদের মুখোশ সিএবি বিলি করবে। পাশাপাশি স্টার স্পোর্টসও নতুন করে সচিন মুখোশ তৈরি করছে। তাও বিলি করা হবে দর্শকদের।
এ দিকে, সচিন উৎসবে সুসজ্জিত ইডেনে ক্লাব হাউসের পাশাপাশি প্রত্যেকটা ব্লকে সচিনের কাট আউটে ভরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু টেস্টের বিক্রিযোগ্য সব টিকিট বিক্রি হয়ে গেলেও বৃহস্পতিবার মহানায়ক ব্যাট করতে নামার সময়ে মাত্র ২০ হাজার দর্শক উপস্থিত দেখে হতাশ অনেকেই। সন্ধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় পর্যন্ত বলেন, “সচিনের জন্য পুরো ইডেন ভরিয়ে দেওয়া উচিত ছিল। সেটা না হওয়ায় খুব খারাপ লেগেছে।” সিএবি যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় অবশ্য জানান, বৃহস্পতিবার দশর্কসংখ্যা ছিল ৫০,৫১৫।
সিএবি কর্তাদের উৎসাহে অবশ্য কোনও খামতি নেই। চতুর্থ দিন ব্রায়ান লারা ইডেনে হাজির থাকবেন। আর তৃতীয় দিন সচিনের ১৯৯ টেস্ট উপলক্ষ্যে ১৯৯ ঝাঁক বেলুন ওড়ানো হবে বলে জানিয়েছে সিএবি। প্রতিটা ঝাঁকে থাকবে ২৫টা বেলুন। আর শেষ ঝাঁকে থাকবে ১০০টি বেলুন। পাশাপাশি শেষ দিন তিনটি ছোট বিমানে ১৯৯ কেজি গোলাপ বর্ষণের বিষয়টিও চূড়ান্ত হল এ দিন। শহরে অত গোলাপ না থাকায় বেঙ্গালুরু থেকে গোলাপ আনা হচ্ছে। এই নিয়ে বেসরকারি বিমান সংস্থার সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছে সিএবি। ঠিক হয়েছে ম্যাচ শেষের ১৫ মিনিট পরে অনুষ্ঠানটি হবে। |