বাড়িতে ঢুকে এক অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতির উপর দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের গোয়ালপাড়ায়। জখম ওই দম্পতির নাম নারায়ণ ও দীপালি সরকার। রায়গঞ্জ জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করানো হয়। ৭২ বছরের নারায়ণবাবুর মাথার পেছনে আঘাতের ও ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ডান পায়ে পাঁচটি সেলাই পড়েছে। ৬৪ বছরের দীপালিদেবীর মাথা ফেটেছে। মাথায় নয়টি সেলাই পড়েছে। হামলা তাঁরও ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। চলাকালীন ওই দম্পতির চিৎকারে পড়শিরা ছুটে যান। বাসিন্দারা রিপেশ সরকার নামে এক অভিযুক্তকে আটক করে মারধর দেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের বাড়ি ওই এলাকাতেই। ইতিহাসের শিক্ষক নারায়ণবাবু ২০০১ সালে ইটাহারের পাড়াহরিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেন। দীপালিদেবী ২০০৪ সালে ওই স্কুলের বাংলার সহ শিক্ষিকা পদ থেকে স্বেচ্ছাবসর নেন।
আইসি দীনেশ প্রামাণিক বলেন, “নেশা করে তিন জন দুষ্কৃতী রড ও ধারালো অস্ত্র নিয়ে দম্পতির বাড়িতে ঢুকে হামলা চালিয়েছিল অভিযোগ পেয়েছি। ধৃতকে জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” এ দিন শিক্ষক সংগঠন এবিটিএ-র তরফে পুলিশের কাছে দুষ্কৃতীদের গ্রেফতার ও ভবিষ্যতে ওই দম্পতিকে নিরাপত্তা দেওয়ার দাবি করা হয়। এ দিন দুপুরে নারায়ণবাবু ও দীপালিদেবী স্থানীয় একটি ব্যাঙ্ক থেকে পেনশন তুলে বাড়ি ফেরার পর খেতে বসেছিলেন। ঘরের দরজা খোলা ছিল। সেই সময় দুষ্কৃতীরা লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আচমকা তাঁদের ঘরে ঢোকে বলে অভিযোগ। দীপালিদেবী চিৎকার শুরু করলে দুষ্কৃতীরা হামলা চালায়। |