রাজ্যের নিজস্ব ‘সুরক্ষিত সঞ্চয় প্রকল্প’-এর টাকা আপাতত শুধু ইউনাইটেড ব্যাঙ্কের (ইউবিআই) মারফত জমা নেওয়া হবে। প্রকল্প পরিচালনার ভারপ্রাপ্ত পশ্চিমবঙ্গ পরিকাঠামো উন্নয়ন ও বিত্ত নিগমের (ডব্লিউবিআইডিএফসি) সঙ্গে এ ব্যাপারে ইউবিআই-কর্তৃপক্ষের কথাবার্তা চূড়ান্ত হয়েছে। “ইউবিআইয়ের সমস্ত শাখায় সঞ্চয় প্রকল্পের টাকা জমা দেওয়া যাবে।” বুধবার টাউন হলে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
সপ্তাহখানেক আগে অবশ্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে রাজ্য সরকার জানিয়েছিল, সুরক্ষিত সঞ্চয়ে সাধারণ মানুষ আমানত জমা করতে পারবেন চারটি ব্যাঙ্কের মাধ্যমে। ইউবিআই, ইলাহাবাদ ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক ও ইউকো ব্যাঙ্ক। কিন্তু পরে ইলাহাবাদ ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক ও ইউকো ব্যাঙ্ক এখনই উদ্যোগে সামিল হতে রাজি হয়নি। তাদের বক্তব্য, ডব্লিউবিআইডিএফসি’র সঙ্গে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রশাসন-সূত্রেও এ দিন জানানো হয়েছে, ওই তিন ব্যাঙ্কের সঙ্গে পাকাপাকি ব্যবস্থা হয়ে ওঠেনি।
সারদা-কাণ্ডের প্রেক্ষাপটে বিভিন্ন অর্থলগ্নি সংস্থার ‘লোক ঠকানোর কারবার’ মোকাবিলার লক্ষ্যে মূলত দরিদ্র মানুষের স্বার্থরক্ষায় রাজ্য প্রকল্পটি চালু করেছে। এ দিন টাউন হলে যার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানে টাকা রাখতে দালাল ধরতে হবে না। এজেন্টরাই আমানতকারীদের ব্যাঙ্কে নিয়ে যাবেন। বিনিময়ে ১% কমিশন পাবেন।” মুখ্যমন্ত্রী জানান, সারদায় ক্ষতিগ্রস্তদের দেড় লক্ষকে ইতিমধ্যে রাজ্য ক্ষতিপূরণ দিয়েছে। খুব তাড়াতাড়ি আরও ৮০ হাজার জনকে ক্ষতিপূরণের চেক দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বেসরকারি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তাঁরা বদ্ধপরিকর।
প্রকল্পে টাকা জমা রাখা জনা চল্লিশ আমানতকারীর হাতে মুখ্যমন্ত্রী এ দিন সঞ্চয়-শংসাপত্র তুলে দেন। এতে সর্বনিম্ন ১ হাজার ও সর্বোচ্চ ২৫ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করা যাবে। ব্যক্তিগত সঞ্চয় ছাড়াও যৌথ ভাবে টাকা রাখতে পারবেন সর্বাধিক তিন জন। লগ্নির মেয়াদ এক থেকে পাঁচ বছর। প্রয়োজনে মেয়াদপূর্তির আগেও টাকা তুলে নেওয়ার (প্রিম্যাচিওরড উইথড্রয়াল) সংস্থান রয়েছে, যদিও প্রথম তিন মাসের মধ্যে তা করা যাবে না। এক অর্থ-কর্তা জানান, চার বছর পর্যন্ত টাকা রাখলে ৯% হারে সুদ মিলবে। পাঁচ বছরে ৯.২৫%। কী ভাবে টাকা জমা হবে?
ডব্লিউবিআইডিএফসি-র চেয়ারম্যান অভিরূপ সরকার বলেন, “ইউবিআইয়ে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। তাতে প্রকল্পের টাকা জমা পড়লে ইউবিআই তা গচ্ছিত করে দেবে ডব্লিউবিআইডিএফসি-র অ্যাকাউন্টে।” এমন প্রতিটি লেনদেনপিছু ইউবিআই পরিষেবা-খরচ বাবদ পাবে ২৫ টাকা। |