মানবাধিকার নিয়ে বিতর্ক
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
মানবধিকার লঙ্ঘনে পুলিশের ভূমিকা এবং তা রক্ষায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার জেলা পুলিশের অতিথি নিবাস ক্ষণিকাতে। এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল ডিআইজি (মেদিনীপুর) রেঞ্জের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূব মেদিনীপুর ও ঝাড়গ্রাম পুলিশ জেলা সহ পাঁচটি জেলার মোট দু’টি করে দল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাঁকুড়ার টিম-২ এর এএসআই পলাশ দত্ত ও সুবীর মুখোপাধ্যায় এবং রানার্স হয়েছেন ঝাড়গ্রাম পুলিশ জেলার ইন্সপেক্টর সৌরভ চৌধুরী এবং নজরুল ইসলাম. উপস্থিত ছিলেন ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ), অজয় নন্দ ও জেলা পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমার। |
ব্যাগে জালনোট আটক, ধৃত এক
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর ৫০০ টাকার জাল নোট আটক করল পুলিশ। মঙ্গলবার বিকেলে পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে তার কাছ থেকে ওই নোট উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “ধৃত আসরাফ আনসারির বাড়ি পুরুলিয়ার জয়পুর থানার চৈতন্যডি গ্রামে। তার কাছ থেকে একটি ব্যাগ ভর্তি ৫০ হাজার টাকার জাল নোট আটক করা হয়।” কোথা থেকে ওই জাল নোট এনে কোথায় কী উদ্দেশে পাঠানো হচ্ছিল তার সন্ধানে নেমেছে পুলিশ। বুধবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজত হয়। |