|
|
|
|
যুবকের মৃত্যু ঘিরে খণ্ডযুদ্ধ
নিজস্ব সংবাদদাতা • এগরা |
এগরা মহকুমার ভগবানপুর থানা এলাকার সরবেড়িয়া বাজারে ননীগোপাল বেড়া নামে এক বছর বাইশের যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা।
মঙ্গলবার রাতে সরবেড়িয়া বাজারে কালীপুজোকে কেন্দ্র করে মেলা ও যাত্রাভিনয় চলছিল। তখন স্থানীয়েরা দেখেন ননীগোপাল গ্রামেরই নিতাই বেরা ও তাঁর ভাই গৌর বেরার বাড়ির দিকে যাচ্ছেন। তারপর বুধবার সকালে ননীগোপালের দেহ উদ্ধার হয়। এরপর স্থানীয়েরা দাবি করেন, দুই বেরা ভাই মিলে ননীগোপালকে খুন করেছে। ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ চড়াও হয় অভিযুক্তের বাড়ি। অভিযোগ, গ্রামবাসীদের চাপে তখন নিতাই বেরা স্বীকার করেন, তাঁরা দুই ভাই মিলে ননীগোপালকে খুন করেছেন। স্থানীয়েরা তখন পুলিশ ডাকেন। কিন্তু, পুলিশের সামনে তাঁরা সে কথা বলতে চাননি বলে গ্রামবাসীদের একাংশ জানান। এরপরই পুলিশ ঘটনাটিকে সাধারণ মৃত্যু হিসাবে গণ্য করলে ক্ষোভ ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। তখন স্থানীয়েরা পুলিশের হাতে দেহ তুলে দিতে অস্বীকার করে। ফিরে যায় পুলিশ। দুপুর একটা নাগাদ ফের পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। প্রথমে গ্রামবাসীদের সঙ্গে তাঁদের শুরু হয় বচসা। অচিরেই তা গড়ায় পুলিশ-জনতা সংঘর্ষে। সন্ধ্যায় উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর করে ও দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি আয়ত্ত্বে আনতে এলাকায় নামে র্যাফ। তবে, পুলিশ সূত্রে খবর এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সুকেশকুমার জৈন বলেন, “সরবেড়িয়া এলাকায় একটি মৃত্যুকে কেন্দ্র করে জনতার মারে পুলিশ আক্রান্ত হয়েছে। পুলিশের একটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” |
|
|
|
|
|