চাঁদা চেয়ে আটক এসডিও-র গাড়ি
চাঁদার ‘জুলুম’ থেকে বাদ গেলেন না স্বয়ং মহকুমাশাসকও।
সোমবার বিকাল সাড়ে চারটে। এগরা-কাঁথি রাস্তা ধরে প্রশাসনিক কাজ শেষে এগরায় ফিরছিলেন মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস। বিশরপুর কাছে গাড়ি ঢুকতেই তিনি দেখলেন মহরমের তাজিয়া তৈরির জন্য রাস্তা আটকে জনা সাতেক ছেলে চাঁদা আদায়ে ব্যস্ত। প্রত্যেকেরই বয়স কমবেশি আঠারো-কুড়ি। এগিয়ে গিয়ে বুঝিয়ে তাঁদের নিবৃত্ত করলেন তিনি।
বুধবার সকালে ওই একই রাস্তা ধরে বালিঘাইয়ের দিকে যাচ্ছিলেন অসীমবাবু। বিশরপুরের কাছে ফের তাঁর লালবাতি গাড়ি আটকায় ওই যুবকরা। এ বার তারা ‘রণংদেহী’। সরাসরি মহকুমাশাসকের দিকে প্রশ্ন ছুঁড়ে দেয়, “কি প্রমাণ আছে আপনি মহকুমাশাসক?” বিস্মিত মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস বলেন, “ওরা দু’দুবার চাঁদা চেয়ে আমার গাড়ি আটকেছে। দু’বারই আমি বুঝিয়ে বলি তোমরা এ ভাবে চাঁদা তুলছ কেন? এটা অন্যায়।” তিনি বলেন, “ওদের স্পর্ধা দেখে এগরা থানায় ফোনে বিষয়টি জানাই। পুলিশ এসে তিন জনকে আটক করে।”

এগরার বিশরপুরে পথ অবরোধ।—নিজস্ব চিত্র।
এখানেই শেষ নয়। পুলিশ অভিযুক্তদের বদলে স্থানীয় নিরাপরাধ ব্যক্তিদের ধরেছে এই দাবিতে বুধবার সকালে প্রায় এক ঘণ্টা এগরা-কাঁথি রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। তখন পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। তারপর এ দিনই বিকাল সাড়ে চারটে নাগাদ আটক করা তিন জনকে ছেড়ে দেওয়ার দাবিতে ফের অবরোধ শুরু হয়। সেই অবরোধ রাত পর্যন্ত চলে।
রাস্তা আটকে চাঁদা আদায়কারীরা কোন মহরম কমিটির সদস্য তা জানা যায়নি। তবে, দিঘামোড় মহরম কমিটির পক্ষ থেকে গোটা ঘটনার দায় চাপানো হয়েছে পুলিশ-প্রশাসনের উপরে। কমিটির পক্ষে আজিজুর রহমান বলেন, “আমরা রাস্তা আটকে চাঁদা তোলার বিপক্ষে। তবে, পুলিশ দোষী ব্যক্তিদের না ধরে গ্রামের নিরাপরাধ ব্যক্তিদের ধরে নিয়ে গিয়েছে। ওদের ছেড়ে দিতে হবে।” তাঁর দাবি, “পুলিশ মহিলাদেরও উপর লাঠি চালিয়েছে।”
উৎসবের মরসুমে রাস্তায় গাড়ি আটকে চাঁদার জুলুম নতুন নয়। মঙ্গলবারই মুর্শিদাবাদের কান্দি এলাকায় বরযাত্রীদের গাড়ি আটকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছিল এক মহরম কমিটির বিরুদ্ধে। ঘটনায় দু’পক্ষের মারামারিতে জখম হন মোট ১৩ জন। এই তালিকায় যোগ হল মহকুমাশাসকের মতো উচ্চপদস্থ আধিকারিকের গাড়ি আটকানোর মতো ঘটনাও। এগরা থানার ওসি গণেশ বন্দ্যোপাধ্যায় জানান, “তিন জনকে ধরা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি অভিযান আরও জোরদার করা হচ্ছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.