|
|
|
|
মেসির রেকর্ড ভাঙলেন রোনাল্ডো
নিজস্ব প্রতিবেদন |
লিও মেসির সাম্রাজ্যে থাবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। মঙ্গলবার জুভেন্তাসের বিরুদ্ধে জালে বল জড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ ১৪টি গোল করার রেকর্ড করলেন রিয়াল মাদ্রিদ তারকা। ভেঙে দেন গত মরসুমে মেসির রেকর্ড (১৩ গোল)।
মাস দু’য়েক পরেই এ বারের ফিফা বর্ষসেরা পুরস্কার জয়ীকে বেছে নেওয়ার মহাঅনুষ্ঠান। লিও মেসি যা টানা পাঁচ বার জয়ের অন্যতম দাবিদার। পতুর্গিজ তারকা যে আগুনে ফর্মে রয়েছেন মেসির আবার বর্ষসেরা হওয়ার স্বপ্নে তাঁর জল ঢেলে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রোনাল্ডো অবশ্য রেকর্ড নিয়ে ভাবছেন না। ম্যাচের পর রিয়ালের মহাতারকা বলে দেন, “আমার কেরিয়ারের দারুণ একটা মুহূর্ত। সব সময়ই সেরাটা দেওয়ার চেষ্টা করি। রেকর্ড নিয়ে ভাবছি না। ওটা আপনিই চলে আসে। ভবিষ্যতে ভাল খেলার জন্য আরও, আরও জিততে চাই। ম্যাচটা কঠিন হবে জানতাম। প্রথমার্ধে আমরা ভুগেওছি। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছি। আরও উন্নতি করতে হবে আমাদের। তবে ধাপে ধাপে।”
এখানেই শেষ নয়। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে আট নম্বর গোল করে নিস্তেলরুই, ক্রেসপো, ইনজাঘিদের সঙ্গে একই আসনে চলে এলেন রিয়াল মহাতারকা। অবশ্য রোনাল্ডোর পর গ্যারেথ বেল গোল পেলেও জুভেন্তাসকে হারাতে পারেনি স্প্যানিশ ক্লাব। অ্যাথলেটিক বিলবাওয়ের প্রাক্তন স্ট্রাইকার ফের্নান্দো লরেন্তের গোলে মান বাঁচে জুভেন্তাসের। ম্যাচ শেষ হয় ২-২। ফলে নক আউট পর্বে যাওয়ার জন্য পরের ম্যাচে ঘরের মাঠে রিয়ালকে হারাতে হবে গালাতাসারেকে। সে ব্যাপারে ম্যাচের পর বেশ আত্মবিশ্বাসী রিয়ালের কোচ কার্লো আন্সেলোত্তি বলে দেন, “চাপটা রেখে জেতাটাই এগিয়ে যাওয়ার একমাত্র পথ আমাদের।” |
“আমার ফুটবল কেরিয়ারের দারুণ মুহূর্ত”
|
গোলের পরে রোনাল্ডো। ছবি: এএফপি। |
|
তবে রিয়াল না পারলেও বায়ার্ন মিউনিখ আর ম্যাঞ্চেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে যাওয়া নিশ্চিত করে ফেলল মঙ্গলবারই। ১-০ ভিক্টোরিয়া পাজেনকে হারিয়ে টানা ন’ম্যাচ জয়ের কৃতিত্ব স্পর্শ করল পেপ গুয়ার্দিওলার টিম। ২০০২-’০৩ মরসুমে এই রেকর্ড গড়েছিল গুয়ার্দিওলার প্রাক্তন ক্লাব বার্সেলোনা। গত বারের চ্যাম্পিয়নরা ম্যাচের প্রথমার্ধে সেরকম সুবিধে না করতে পারলেও টিমের পারফরম্যান্সে খুশি গুয়ার্দিওলা বলে দেন, “চার ম্যাচে সম্ভাব্য সব পয়েন্ট তুলে নিয়ে দেখিয়ে দিলাম আমরা কতটা শক্তিশালী টিম।”
নকআউটে যাওয়া দ্বিতীয় ক্লাব ম্যান সিটি যদিও সিএসকেএ মস্কোর বিরুদ্ধে আগাগোড়াই দাপট দেখাল। নেগ্রেদোর হ্যাটট্রিক আর আগেরোর জোড়া গোলে ৫-২ জেতার পর ম্যান সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি বলে দেন, “প্রথম ধাপটা পেরলাম। আগে কখনও এই পর্বে যেতে না পারায় খুব গুরুত্বপূর্ণ ছিল এই ধাপটা।” এর আগে দু’বার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ম্যানসিটি।
রিয়াল সোসিয়েদাদের কাছে আটকে গেল ম্যান সিটির প্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। রবিন ফান পার্সির পেনাল্টি শট বার পোস্টে মারা সহ প্রচুর গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হয় ম্যান ইউকে গোলশূন্য ড্র ম্যাচে। তবুও ম্যাচের ফলে খুশি ম্যান ইউ কোচ ডেভিড মোয়েস বলেন, “আমরা এখনও গ্রুপে বেশ ভাল জায়গায় রয়েছি। শীর্ষে থাকাটাই লক্ষ্য থাকে সবার। আমরা এখন সেই জায়গাতেই।” গ্রুপে বায়ার্ন লেভারকুসেন আর শাখতার দাঁস্ক ম্যাচও গোলশূন্য ড্র হওয়ায় দুই টিমের থেকেই এক পয়েন্টে এগিয়ে ম্যান ইউ। |
পুরনো খবর: রোনাল্ডোর রেকর্ড কেড়ে নিলেন মেসি |
|
|
|
|
|