টুকরো খবর
মূল অভিযুক্ত ফের পুলিশ হেফাজতে
স্টেশন চত্বরে যুবক খুনের ঘটনায় মূল অভিযুক্ত-সহ চার জনের ফের পুলিশি হেফাজত হল। বাকি তিন জনের জেল হেফাজত হয়েছে। গত ৩০ অক্টোবর রাতে মেদিনীপুর স্টেশন চত্বরে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয় তোতন ভট্টাচার্য নামে বছর আঠাশের এক যুবককে। ঘটনার জেরে শহরে চাঞ্চল্য ছড়ায়। একদল যুবক ভোজালি দিয়ে কুপিয়ে তোতনকে খুন করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুরুতে ছ’জনকে গ্রেফতার করে পুলিশ। পরে দেবনাথ দাস ওরফে ঝাঁপু নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সকলেই পুলিশি হেফাজতে ছিল। পুলিশি হেফাজতের মেয়াদ শেষে বুধবার এঁদের মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়। দেবনাথ-সহ চার জনকে ফের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ। আবেদন মঞ্জুর হয়। এই চার জনকে ফের ১০ নভেম্বর সিজেএম আদালতে হাজির করা হবে। বাকি তিন জনের জেল হেফাজতের নির্দেশ হয়েছে। এঁদের ২০ নভেম্বর সিজেএম আদালতে হাজির করা হবে।

পুরনো খবর:
ধৃত স্বামীর পুলিশ হেফাজত
মহিলা পুলিশ খুনে ধৃত স্বামীর পুলিশ হেফাজত হল। ধৃতকে ফের ১০ নভেম্বর মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হবে। ঘটনাটি সোমবার রাতের। ওই দিন রূপালি চক্রবর্তী নামে বছর একুশের গৃহবধূর মৃত্যু হয়। রূপালি পুলিশের জুনিয়র কনস্টেবল ছিলেন। বছর খানেক আগে চাকরি পান। মেদিনীপুরে কর্মরত ছিলেন। মৃতার বাপের বাড়ি উদয়পল্লিতে। আর শ্বশুরবাড়ি তাঁতিগেড়িয়া টাউন কলোনি এলাকায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর সঙ্গে বিয়ে হয় অয়ন চক্রবর্তী নামে এক যুবকের। মৃতার পরিবার পুলিশের কাছে দাবি করে, মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। শ্বশুরবাড়ির লোকেদের অবশ্য দাবি, বধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার এ নিয়ে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। লিখিত অভিযোগের ভিত্তিতে অয়নকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বুধবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়।

ট্রেনের ধাক্কায় মৃত্যু
ভাইফোঁটা সেরে শ্বশুরবাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বধূর। বুধবার সকালে খড়্গপুর গ্রামীণ থানার জকপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতা মৌসুমী রায়ের (২২) বাড়ি স্টেশন সংলগ্ন গোটগেড়িয়ায়। এ দিন সকাল সাড়ে ন’টা নাগাদ রেললাইনের অন্যপারে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরছিলেন মৌসুমী। রেললাইন পেরোনোর সময় হাওড়াগামী ডাউন পুরুলিয়া এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। খড়্গপুর রেল পুলিশের আইসি আশিস রায় জানান, অসতর্কতাবশত দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

আজ প্রকাশ ফ্রন্টের ইস্তেহার
আজ, বৃহস্পতিবার বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ হবে। শহরের পরিস্থিতি কী, ফ্রন্ট ক্ষমতায় এলে কী কী কাজ করবে, ইস্তেহারে এ সবেরই উল্লেখ থাকবে। আগামী ২২ নভেম্বর মেদিনীপুর পুরসভা নির্বাচন। পাঁচ বছর আগে, ২০০৮ সালে মেদিনীপুর পুরসভা নির্বাচন হয়েছিল। নির্বাচনে জিতে পুরসভার ক্ষমতা দখল করে কংগ্রেস-তৃণমূল। জোট হয়। যদিও ভোটের আগে দু’দলের জোট ছিল না। গত পাঁচ বছর ধরে পুরসভা পরিচালনা করেছে জোটই। রাজ্যে পালাবদলের পর এখন সর্বত্র তৃণমূলের রমরমা। ফ্রন্ট নেতৃত্বের অবশ্য দাবি, মেদিনীপুরে এ বারও তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

বিজেপির নালিশ
বিভিন্ন ওয়ার্ডে দলের পতাকা-ফেস্টুন-ব্যানার ছেঁড়া হচ্ছে। কে বা কারা রাতের অন্ধকারে এ সব করছে। এই অভিযোগে পুলিশের দ্বারস্থ হল বিজেপি। বুধবার মেদিনীপুর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ জানানো হয়। শহরের ২৫টি ওয়ার্ডের মধ্যে ১৪টি ওয়ার্ডে বিজেপির প্রার্থী রয়েছে। দলের শহর সভাপতি অরূপ দাস বলেন, “প্রার্থীদের সমর্থনে বিভিন্ন ওয়ার্ডে পতাকা-ফেস্টুন-ব্যানার লাগানো হয়েছে। রাতের অন্ধকারে বেছে বেছে আমাদের দলের পতাকা-ফেস্টুন কে বা কারা ছিঁড়ে দিচ্ছে। অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্ণিত করতে হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.