স্টেশন চত্বরে যুবক খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেবনাথ দাস ওরফে ঝাঁপু নামে ওই যুবককে শনিবার গ্রেফতার করা হয়েছে। রবিবার মেদিনীপুর সিজেএম আদালত ধৃতের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ফের ৬ নভেম্বর তাকে আদালতে হাজির করা হবে।
গত বুধবার রাতে মেদিনীপুর স্টেশন চত্বরে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় বছর আঠাশের তোতন ভট্টাচার্যকে। ওই যুবকের বাড়ি স্টেশন চত্বরের কিছু দূরে গেট বাজার এলাকায়।
একদল যুবক ভোজালি দিয়ে কুপিয়ে তোতনকে খুন করে। তদন্তে নেমে ভোজালিটি উদ্ধার করে পুলিশ। তারপর ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার ৬ জনকে গ্রেফতার করা হয়। আর শনিবার গ্রেফতার করা হল দেবনাথকে। পুলিশ সূত্রে খবর, এই যুবকই মূল অভিযুক্ত। তোতন মারা যাওয়ার আগে ঝাঁপুর নাম বলেছিল। ধৃত সাতজনই নিহতের পরিচিত, বন্ধুবান্ধব। পুলিশের ধারণা, ব্যক্তিগত শত্রুতা থেকেই গোলমাল বেধেছিল। তারই পরিণামে খুন।
পুলিশ জানিয়েছে, তদন্তে কিছু সূত্র মিলেছে। ওই সব সূত্র মিলিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা-ও দেখা হচ্ছে। শীঘ্রই খুনের কিনারা হবে।
|