|
|
|
|
মহরমের শোভাযাত্রায় রুট-জট |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
মহরমের রুট পরিবর্তনের কথা জানিয়েছিল প্রশাসন। কিন্তু আখড়া কমিটি তা মানতে নারাজ। আখড়া কমিটির পাশে দাঁড়িয়েছে তৃণমূল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলি। রবিবার খড়্গপুরের পাঁচবেড়িয়া প্রাথমিক স্কুলে মহরম আখড়া কমিটিগুলির সঙ্গে ওই রাজনতিক দলের প্রতিনিধিরা বৈঠক করেন।
ছিলেন সিপিএমের জোনাল সম্পাদক মনোজ ধর, সিপিআই খড়্গপুর পূর্ব লোকাল সম্পাদক অসিত বসাক, কংগ্রেস নেত্রী হেমা চৌবে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (শিবু সোরেন) নেপাল দাস, বিজেপির শহর সভাপতি প্রেমচাঁদ ঝা।ঁ তাঁদের সঙ্গে বৈঠকে ছিল প্রায় ১৬টি মহরম আখড়া কমিটি।
আখড়া কমিটির অভিযোগ, প্রশাসন আলোচনা না করে মহরমের শোভাযাত্রার রুট বদল করেছে। গোলবাজার সমবায়ের কাছ থেকে ডান দিক হয়ে চুনাপট্টির পাশের রাস্তা ধরে যাওয়ার কথা জানিয়েছে প্রশাসন। আগে গোলবাজারের ওই এলাকা থেকে বাঁ দিকে বেঁকে ভাণ্ডারিচক হয়ে গোলখুলি যেত শোভাযাত্রা।
মহরম আখড়া কমিটির দাবি, পুরনো রুটেই শোভাযাত্রার অনুমতি দিতে হবে। এ দিন এসডিপিও সন্তোষকুমার মণ্ডলকেও মৌখিক ভাবে এই দাবি জানান তাঁরা। আখড়া কমিটিগুলির তরফে প্রাক্তন কাউন্সিলর মেহবুব আলি খান, কাউন্সিলর তৈমুর আলি খান বলেন, “আমরা প্রতিবারই শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আখড়া বের করি। রুট বদল মানা হবে না।” |
|
|
|
|
|