টুকরো খবর
জুয়ার ঠেকে পুলিশের হানা, শহরে ধৃত ১৬
জুয়ার ঠেকে হানা দিয়ে ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে ৯২ হাজার ৮০০ টাকা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে। শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের নেতৃত্বে শহরে তল্লাশি অভিযান চলে। তখন ১৬ জনকে গ্রেফতার করা হয়। রবিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়। ফের ১৬ নভেম্বর ধৃতদের আদালতে হাজির করা হবে। পুলিশ জানিয়েছে, মাঝেমধ্যেই এমন তল্লাশি অভিযান চলবে। শনিবার ছিল কালীপুজো। শহর যখন উৎসবে মেতেছে, ঠিক তখনই বাহিনী নিয়ে জুয়ার ঠেকে হানা দেন পুলিশ সুপার। খবর ছিল, পোস্ট অফিস রোডের অদূরে এক বাড়িতে জুয়ার ঠেক বসেছে। বেশ কয়েকজন যুবক সেখানে ভিড় করেছে। সেখান থেকে হাতেনাতে ১৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন এক ব্যাঙ্ক কর্মী। নাম তাপস গুছাইত। তাঁর বাড়িতেই জুয়ার ঠেক বসেছিল। মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে অসামাজিক কাজকর্ম চলে। অন্তত এমনই অভিযোগ। কোথাও জুয়ার আড্ডা বসে। কোথাও বা মদের আসর। মদ্যপদের দৌরাত্ম্যে রাতের শহরে পথচলতি মানুষকে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে মহিলাদের। শহরবাসীর বক্তব্য, পুলিশ সব জেনেও নীরব দর্শক। সে ভাবে তল্লাশি অভিযান হয় না। পুলিশের অবশ্য বক্তব্য, অসামাজিক কাজকর্ম প্রতিরোধে মাঝেমধ্যেই মেদিনীপুরে তল্লাশি অভিযান হয়। নির্দিষ্ট অভিযোগে এলে তা খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করা হয়। এ বার নজরদারি আরও বাড়ানো হবে।

পথ দুর্ঘটনায় মৃত দুই যুবক
কালীপুজোর রাতে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। জখম হয়েছে আরও এক। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুরের মালঞ্চ রোডের হারা কারখানা এলাকায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে খরিদা কুমোরপাড়ার বাসিন্দা সুমন সামন্ত (১৮) ও মালঞ্চ ঢেকিয়া যুবসঙ্ঘের বাসিন্দা জয়ন্ত চৌধুরীর (২২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খরিদা থেকে মালঞ্চ যাওয়ার রাস্তাটি কিছু দিন আগে সম্প্রসারিত করা হয়েছে। ফলে বেড়েছে যান চলাচলের গতি। এ দিন কুমোরপাড়া থেকে হারা কারখানার পাশ দিয়ে মালঞ্চর রাস্তায় উঠছিলেন সুমন। ঠিক তখন যুবসঙ্ঘ থেকে দ্রুত গতিতে মোটর বাইকে মালঞ্চ রোড ধরে খরিদার দিকে যাচ্ছিলেন জয়ন্ত ও তাঁর বন্ধু প্রবীর চক্রবর্তী। সেই সময়েই দু’টি বাইকের সংঘর্ষ হয়। গুরুতর জখম হন তিন জনই। খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সুমনের। জখম দু’জনকে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে যাওয়া হলে রবিবার সকালে মারা যান জয়ন্ত।

প্রদ্যোৎ স্মরণ
মেদিনীপুরে শহিদের মূর্তি।
জন্মদিনে শহিদ প্রদ্যোৎ ভট্টাচার্যকে স্মরণ করল মেদিনীপুর। রবিবার সকালে শহরে শোভাযাত্রা বেরোয়। হয় স্মরণানুষ্ঠান। একশো বছর আগে, ১৯১৩ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন প্রদ্যোৎ ভট্টাচার্য। ১৯৩২ সালের ৩০ এপ্রিল তিনি হত্যা করেন অত্যাচারী ব্রিটিশ জেলাশাসক ডগলাসকে। ১৯৩৩ সালের ১২ জানুয়ারি তাঁর ফাঁসি হয়। ডিএসও’র উদ্যোগে এ দিন বিভিন্ন এলাকায় শহিদের প্রতিকৃতিতে মাল্যদান, শহিদবেদি স্থাপন, আলোচনাসভা করা হয়। শহরের স্মরণ অনুষ্ঠানে ছিলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হরিপদ মণ্ডল, অধ্যাপক রবীন্দ্রনাথ দাস প্রমুখ।

আইআইটিতে রঙ্গোলি উৎসব
প্রতিযোগিতা ছিল না। তাও দীপাবলির রাতে রঙ্গোলির আনন্দে মাতোয়ারা হল খড়্গপুর আইআইটির পড়ুয়ারা। শনি-রবি দু’দিন ধরে উৎসব চলে। বিসি রায়, প্যাটেল হল, নেহেরু হল, আজাদ হল, জগদীশচন্দ্র বসু হল-সহ বিভিন্ন ছাত্রাবাসের পড়ুয়ারা নিজেদের মতো করে প্রদীপ জ্বালিয়ে নানা কারুকাজ ফুটিয়ে তোলেন। এই রঙ্গোলির দেখতে সন্ধে থেকেই ভিড় জমিয়েছিল পড়ুয়ারা। কিন্তু দীর্ঘ কয়েক দশক ধরে চলা রঙ্গোলি প্রতিযোগিতা এ বার আর হয়নি। এ প্রসঙ্গে খড়্গপুর আইআইটির রেজিস্ট্রার তপনকুমার ঘোষাল বলেন, “সকলকে সমান করে দেখার ভাবনা থেকেই এ বছর প্রতিযোগিতা তুলে দেওয়া হয়েছে।”

শিক্ষকদের সভা
তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করল পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি। রবিবার মেদিনীপুরে এক স্কুল ক্যাম্পাসে এই সভায় শিক্ষকদের সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভাপতি দীনেন রায়-সহ দলীয় নেতৃত্ব। সংগঠনের যুগ্ম আহ্বায়ক নারায়ণ সাঁতরা বলেন, “সমিতির সদস্যরা নিজ নিজ এলাকায় তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করবেন।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.