নজরবন্দি
ঝাড়গ্রাম
অরণ্যশহরে পুর-পরিষেবার হাল ঠিক কী? পানীয় জল মেলে? রাস্তার দশাই বা কেমন?
পুরভোটের আগে তারই ওয়ার্ড ভিত্তিক খতিয়ান। সঙ্গে ভোটপ্রার্থীদের এক ঝলক
ওয়ার্ড নম্বর ১
ওয়ার্ড নম্বর ২
একে বেহাল রাস্তা। তার উপরে
পথবাতিও নেই তাঁতিপাড়ায়।
বাছুরডোবায় বেহাল রাস্তা, খন্দপথে
রাত্রিবেলা দুর্ঘটনা ঘটে মাঝে-মধ্যেই
পানীয় জল
জল সরবরাহ নিয়মিত নয়। এলাকার
সর্বত্র পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছয়ও না।
নিকাশি
বৃষ্টি হলেই কদমকাননের তাঁতিপাড়া,
লোধাপাড়া, আদিবাসীপাড়া ভাসে।
বস্তিতে সুলভ শৌচাগারও নেই।
রাস্তাঘাট
ভারী গাড়ি চলাচলের ফলে স্টেশনপাড়ার
রাস্তা বেহাল। বস্তি এলাকাতেও
খন্দ-পথে চলা দায়।
জঞ্জাল সাফাই
যত্রতত্র জঞ্জালের পাহাড়। রেলওয়ে
সাইডিংয়ে আকরিক লোহা নামে।
লোহাগুঁড়োর দূষণেও জেরবার বাসিন্দারা।
পানীয় জল
জল-সঙ্কট আছে। পুরসভার টাইমকলে
সকালে মাত্র ঘণ্টাখানেক জল মেলে।
নিকাশি
ঘনবসতিপূর্ণ বাছুরডোবা, স্টেশনপাড়ায়
সুষ্ঠু নিকাশি নেই। সামান্য বৃষ্টিতেই
বাছুরডোবায় রাস্তা ডোবে। বাড়িতেও জল ঢোকে।
রাস্তাঘাট
রাস্তার হাল তুলনায় ভাল। তবে
বাছুরডোবা শ্মশান যাওয়ার
মোরাম রাস্তাটি বেহাল।
জঞ্জাল সাফাই
ইতিউতি ঝোপঝাড় আর জঞ্জালের
পাহাড়। মশাদের পোয়াবারো
আর পুরবাসীর দুর্ভোগ।
যুযুধান
যুযুধান
চিত্রা বসু
তৃণমূল, নতুন মুখ
জল্পনা মিদ্যা
সিপিআই, নতুন মুখ
বেলপাহাড়ির
একটি স্কুলে ভোকেশনাল
পাঠক্রমে সেলাই দিদিমণি।
ভোট ময়দানে ইনিও প্রথম
বার। প্রার্থীর স্বামী এলাকার
সিপিআই নেতা।
কল্লোল তপাদার
তৃণমূল, নতুন মুখ
পার্থ ভট্টাচার্য
সিপিএম, নতুন মুখ
নতুন মুখ। বিবেকানন্দের
ভাবাদর্শে সমাজসেবাই ব্রত।
দলের একনিষ্ঠ কর্মী।
ভোটে হাতেখড়ি। পেশা ব্যবসা।
সঙ্গে সিপিএমের স্থানীয়
৬/২ শাখা সম্পাদক।
ভোটের প্রচার ২ নম্বর ওয়ার্ডে। ছবি: দেবরাজ ঘোষ।
মেদিনীপুর
জেলার সদর শহরে পুর-পরিষেবার হাল ঠিক কী? পানীয় জল মেলে? রাস্তার দশাই বা কেমন?
পুরভোটের আগে তারই ওয়ার্ড ভিত্তিক খতিয়ান। সঙ্গে ভোটপ্রার্থীদের এক ঝলক।
ওয়ার্ড নম্বর ১
ওয়ার্ড নম্বর ২
বড় আস্তানা এলাকায় কাঁচা
রাস্তা। পাশে কাঁচা নর্দমা।
রাস্তার কল থেকেই পানীয় জল নেওয়া।
বরিশাল কলোনিতে রোজকার ছবি
পানীয় জল
গ্রীষ্মে জলকষ্ট। সর্বত্র জল সরবরাহ
নিয়মিত নয়। নিবেদিতাপল্লির মতো
কিছু এলাকায় ট্যাপকল দরকার।
নিকাশি
খাসপাড়া-সহ কিছু এলাকায়
বৃষ্টিতে জল জমে।
রাস্তাঘাট
বেনেপুকুর পাড়ের রাস্তা সংস্কারের
অভাবে ধুঁকছে। আরও কিছু
রাস্তা খানাখন্দে ভর্তি।
জঞ্জাল সাফাই
তোলাপাড়া, সরেনপাড়ায় নিয়মিত
সাফাই হয় না। ভ্যাট উপচে দুর্গন্ধ
ছড়ায়। বাড়ে দূষণের মাত্রা।
পথবাতি
বড় রাস্তায় যথেষ্ট আলো থাকলেও
ছোট রাস্তায় পথবাতির অভাব।
সন্ধে নামলেই চলাচলে সমস্যা।
পানীয় জল
বেলতলা, গোয়ালপাড়ার মতো
এলাকায় যথেষ্ট ট্যাপকল নেই।
সর্বত্র পর্যাপ্ত পরিমাণ জল পৌঁছয় না।
নিকাশি
বস্তিতে বেহাল নিকাশি। সব
বাড়িতে শৌচাগার নেই।
রাস্তাঘাট
কুইকোটা আদিবাসীপাড়া, সিপাইবাজার
বস্তি এলাকায় রাস্তা সংস্কার হয়
না। অন্যত্র রাস্তা তুলনায় ভাল।
জঞ্জাল সাফাই
ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না।
মাঝেমধ্যে রাস্তায় আবর্জনা নেমে
আসে। পথচলতি মানুষ দুর্ভোগে পড়েন।
পথবাতি
সিপাইবাজার মোড়ে বাতিস্তম্ভ আছে।
তবে গোয়ালপাড়ার উত্তরদিক-সহ
কিছু এলাকায় পথবাতি যথেষ্ট কম।
যুযুধান
যুযুধান
বিভা দাস
কংগ্রেস
গৃহবধূ
অনিমা সাহা
তৃণমূল
মহিলা কর্মী
শম্পা চট্টরাজ
সিপিএম
নতুন মুখ
পুরভোটের ময়দানে
প্রথম। বাবা গৌরচন্দ্র
পাল কংগ্রেসের
কর্মী ছিলেন।
স্ব-সহায়ক দলের
সঙ্গেও যুক্ত।
পুরভোটে এই
প্রথম বার।
দলীয় সমর্থক
হিসেবে পরিচিত।
একটি সংস্থায়
কর্মরত।
নির্মাল্য চক্রবর্তী
তৃণমূল
নতুন মুখ
মান্তু আহমেদ
কংগ্রেস
সাধারণ সম্পাদিকা
স্বপন বিশ্বাস
সিপিএম
প্রাক্তন কাউন্সিলর
মা দেবী
চক্রবর্তী ছিলেন
কাউন্সিলর। নিজে
দলীয় কর্মী।
পুরভোটে তৃতীয় বার।
প্রদেশ মহিলা
কংগ্রেসের সাধারণ
সম্পাদিকা পদেও আছেন।
পেশায় প্রাথমিক
স্কুলের শিক্ষক।
সঙ্গে দলের লোকাল
কমিটির সদস্য।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.